পাইকরের কনকপুর থেকে শুক্রবার শালিমার স্টেশনে গিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিন যুবক। তারা সান্টু শেখ (৪০), সানাউল শেখ(২৯) ও রফিকুল শেখ (২৮)। তাঁরা রাজমিস্ত্রীর কাজের জন্য কেরালা যাচ্ছিলেন। কিন্তু বালাশোরে তাঁদের ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সানাউল শেখ ও রফিকুল শেখের মৃত্যু নিশ্চিত হয়েছে। মঙ্গলবার তাঁদের মৃতদেহ জেলায় আসার কথা।
advertisement
আরও পড়ুন-গ্রামে ফিরল পাঁচ তরতাজা যুবকের নিথর দেহ, বাসন্তী জুড়ে আজ শুধুই বুকফাটা কান্না
আরও পড়ুন-রেলের ‘কবচ’ কোথায়? রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ ফিরহাদের
অন্যদিকে সান্টু সেখ এখনও নিখোঁজ রয়েছেন৷ ওই তিন পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার তাঁদের বাড়ি যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেখানেই সান্টুর স্ত্রী তাঁকে জানান, ‘সামনে মেয়ের বিয়ে রয়েছে। সেই কারণে টাকা জোগাড় করতে বাইরে কাজে যাচ্ছিল। সে না ফিরলে মেয়ের বিয়ে কি করে হবে?’ তখন চন্দ্রনাথ সিনহা মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব নেন। চন্দ্রনাথ সিনহা বলেন, ‘রেলের একটা ভুলে শুধু বাংলা নয়, কত রাজ্যের পরিবার নিঃস্ব হয়ে গেল। কিন্তু আমরা তো এভাবে বসে থাকতে পারি না। নিখোঁজ পরিবারের পাশে দাঁড়ালাম।’
Subhadip Pal