আরও পড়ুন: পুজো এলেই বাড়ে মাটির ঘাটের চাহিদা, স্বস্তির হাসি মৃৎশিল্পীদের মুখে
কিছুদিন আগেই ইউনেস্কো বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। তার থেকে ঢিল ছোড়া দূরত্বে এবার সরকারি জমি দখলের অভিযোগ উঠল। খবর পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। বোলপুরের মহকুমাশাসকের নির্দেশে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক শান্তিনিকেতন থানার পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত বাড়ি নির্মাণের উপর স্থগিতাদেশ জারি করেছে প্রশাসন।
advertisement
শান্তিনিকেতন থানার অন্তর্ভুক্ত বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঠিকাদার রবীন্দ্রনাথ লাহার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। কোনরকম বিল্ডিং প্ল্যান পাশ না করেই এই বাড়ি তৈরির কাজ চলছিল বলে জানা গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। দলমত নির্বিশেষে সকলেই এই ধরনের কাজের তীব্র সমালোচনা করেছেন।
সৌভিক রায়






