বীরভূমে যে সব জায়গায় ধুমধাম করে ছটপুজোর আয়োজন করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল সাঁইথিয়া। এখানকার বিভিন্ন জায়গায় বহু হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস হওয়ার কারণে ময়ূরাক্ষী নদীতে ছট পুজোর জন্য প্রতিবছর তাদের ভিড় জমাতে দেখা যায়। রবিবার বিকেল তিনটে থেকে ময়ূরাক্ষী নদীতে ভিড় জমান কয়েকশো মানুষ। সাঁইথিয়া ফেরিঘাট সংলগ্ন নদীতে কলাগাছ ও ফুল দিয়ে সাজানো হয়। সেখানেই সূর্যদেবের পুজোয় মেতে ওঠেন সকলে। সাঁইথিয়া পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভির পাশাপাশি ড্রোন ক্যামেরার সাহায্যও নজরদারি চালানো হয়।
advertisement
আরও পড়ুন Murshidabad News: ছট পুজোর আগেই ফারাক্কার গঙ্গায় আতঙ্ক! দেখা গেল কুমির
এছাড়াও দমকলের একটি ইঞ্জিনও রাখা হয় নদীতে। এমনকি পুরসভা ও পুলিশের পক্ষ থেকে বিপর্যয় মোকাবেলা টিম রাখা হয়। যাতে কোন রকম কোনও সমস্যা দেখা দিলে দ্রুত সেই সমস্যার সমাধান করা যায়। রবিবার বিকাল থেকেই এখানে বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে বহু মানুষের আনাগোনা। কেউ এসেছেন পুজোর জন্য, কেউ আবার পুজো দেখতে।
ময়ূরাক্ষী নদের তীরে এই পুজোর আয়োজন হওয়ায় প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আগত মানুষদের সদা সতর্ক থাকার জন্য প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়। এছাড়াও এখানকার পুজো কমিটির সদস্যরাও সমস্ত রকম সতর্কতা অবলম্বনে সদা সতর্ক।
আরও পড়ুনBirbhum News : ছটপুজোয় বীরভূম, ঠিক যেন মিলন মেলা
সাঁইথিয়ার এই অজয় নদের তীর ছাড়াও একইভাবে ধুমধাম করে ছট পুজো করা হয়ে থাকে সিউড়ি, রামপুরহাট, বোলপুর, মুরারই সহ বিভিন্ন এলাকায়। এই সব এলাকায় স্থানীয় জলাধারে রবিবার সূর্যাস্তের আগে পুজো দিতে হাজির হন বহু মানুষ। একইভাবে সোমবার সূর্যোদয়ের আগে তাদের হাজির হতে দেখা যায়। প্রতিটি এলাকায় পুজোকে কেন্দ্র করে সুন্দরভাবে সাজানো হয়েছিল ঘাট। পাশাপাশি প্রায় প্রতিটি জায়গাতেই বসতে দেখা যায় অস্থায়ী মেলা। এছাড়াও ছিল আলোকসজ্জা।
ছট পুজোয় প্রধান আরাধ্য দেবতা হলেন সূর্য। পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে আরাধ্য দেবতা উদয় ও অস্তগামী সূর্যের পুজো করা হয়ে থাকে। সেইমতো রবিবার অস্তগামী সূর্যের আরাধনার পাশাপাশি আজ অর্থাৎ সোমবার সূর্যের আরাধনা করা হয়।
Madhab Das