তারা যে এই প্রথম সিবিআই আধিকারিকদের র্যাডারে এলেন এমন নয়। এর আগেও সিবিআই আধিকারিকরা কেরিম খানের বাড়িতে হানা দিয়েছেন। তবে এবার তাকে খোদ ডেকে পাঠানো হয় শান্তিনিকেতনের অস্থায়ী সিবিআই ক্যাম্পে। সিবিআই তলব পেয়ে মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্ব পল্লীর গেস্ট হাউসের অস্থায়ী সিবিআই ক্যাম্পে একাধিক নথি নিয়ে হাজির হতে দেখা যায় আব্দুল কেরিম খানকে। তবে তাকে কেন ডেকে পাঠানো হয়েছিল এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খোলেননি।
advertisement
আরও পড়ুন: প্রাথমিকের চাকরি প্রার্থীদের আন্দোলনের জের, উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের স্থান বদল!
বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বোলপুরে একটি রাজপ্রাসাদ সমান বাড়ি রয়েছে। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকার বেশি। প্রশ্ন উঠছে তাহলে কী এই টাকার উৎস সম্পর্কে জানতেই সিবিআই আধিকারিকরা তাকে এদিন ডেকে পাঠান? নাকি অন্য কোন কারণে। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথি নিয়েই তিনি এদিন হাজির হয়েছিলেন।
আরও পড়ুন: অনুব্রতকে আরও চাপে ফেলে সায়গল এবার দিল্লিতে? সব নজর বৃহস্পতিবারে
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি মঙ্গলবার সিবিআই আধিকারিকদের হানা দিতে দেখা যায় অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে। শিবানী ঘোষ হলেন শিব শম্ভু রাইস মিলের মালিক। তার ছেলে হলেন রাজা ঘোষ, যাকেও আগে সিবিআই আধিকারিকরা তলব করেছিলেন।
এর পাশাপাশি মঙ্গলবার ব্যাংক আধিকারিকদেরও ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আহমেদপুরের ব্যবসায়ীর সঞ্জীব মজুমদারের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত আরও বেশ কিছু নথি তারা এদিন জমা নেন।
---Madhab Das