Cow Smuggling Case: অনুব্রতকে আরও চাপে ফেলে সায়গল এবার দিল্লিতে? সব নজর বৃহস্পতিবারে

Last Updated:

Cow Smuggling Case: দীর্ঘ এক ঘন্টার শুনানিতে বিচারপতি সুধীর কুমার জৈন ইডিকে প্রশ্ন করেন, আসানসোল সংশোধনাগারে জেরা করলে অসুবিধা কী? তদন্তে সহযোগিতা না করার অভিযোগ করা হয় ইডির পক্ষ থেকে।

গরু পাচার কাণ্ডে নয়া মোড়
গরু পাচার কাণ্ডে নয়া মোড়
#নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মামলায় দিল্লি হাইকোর্টে শুনানি শেষ। রায় ঘোষণা করা হতে পারে আগামিকাল। বৃহস্পতিবার আবার শুনানি হবে। তারপরই রায় দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি এনে জেরা করতে পারবে ইডি, দিল্লির নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা দিল্লি হাইকোর্টে সায়গল হোসেনের মামলার শুনানি আজকের মত মুলতবি।
দীর্ঘ এক ঘন্টার শুনানিতে বিচারপতি সুধীর কুমার জৈন ইডিকে প্রশ্ন করেন, আসানসোল সংশোধনাগারে জেরা করলে অসুবিধা কী? তদন্তে সহযোগিতা না করার অভিযোগ করা হয় ইডির পক্ষ থেকে। দিল্লিতে এনে জেরা করলেই বা অসুবিধা কী? প্রশ্ন করেন বিচারপতি। তাতে আইন লঙ্ঘন করা হচ্ছে, দাবি সায়গলের আইনজীবীর।
advertisement
advertisement
এরপরই বিচারপতি বলেন, ''আমি আইনি জটিলতায় যেতে চাই না, এখানে তদন্ত বেশি জরুরি।'' আজকের মত শুনানি মুলতুবি হওয়ার পর আগামিকাল ফের শুনানি হবে এবং তারপর রায়দানের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গরু পাচার মামলায় সায়গলকে প্রথমে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে জেরা করার আর্জি জানিয়ে আসানসোল আদালতে আবেদন করে ইডি। কিন্তু সেই সময় বিচারক ইডির আবেদন খারিজ করে দিয়েছিলেন পদ্ধতিগত ত্রুটির কারণে।
advertisement
আসানসোলের পর নিজেদের হেফাজতে পেতে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করে ইডি। শুনানির প্রথম পর্বে ধাক্কা খায় তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন করেন, সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে কেন? শুনানির শুরুতে ধাক্কার পর সবশেষে অনুব্রত দেহরক্ষীকে নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ইডি-র পক্ষে রায় দেওয়ার পরই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন সায়গল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cow Smuggling Case: অনুব্রতকে আরও চাপে ফেলে সায়গল এবার দিল্লিতে? সব নজর বৃহস্পতিবারে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement