Congress President Election: দু' দশক পরে গান্ধি পরিবারের বাইরে কংগ্রেসের সভাপতি কে? জানা যাবে আজ

Last Updated:
খাড়গে না থারুর, কে হবেন কংগ্রেসের নতুন সভাপতি?
খাড়গে না থারুর, কে হবেন কংগ্রেসের নতুন সভাপতি?
#দিল্লি: দীর্ঘ দু' দশকেরও বেশি সময় পড়ে আজ প্রথম বার গান্ধি পরিবারের বাইরে কেউ কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন৷ বহু প্রতীক্ষিত কংগ্রেস সভাপতি নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে আজ৷ মল্লিকার্জুন খাড়গে নাকি শশী থারুর, শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে৷
গত ১৭ তারিখ দেশ জুড়ে কংগ্রেসের প্রায় ৯৯১৫ জন নেতা কর্মী নতুন সভাপতি নির্বাচন করতে নিজেদের ভোট দিয়েছেন৷ সেই সমস্ত ব্যালট বাক্স দিল্লিতে কংগ্রেস সদর দফতরে নিয়ে গিয়ে রাখা হয়েছে৷ আজ সকাল দশটা থেকে সেখানেই ভোট গ্রহণ শুরু হবে৷
advertisement
advertisement
তবে সভাপতির পদে বসার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রবীণ নেতা এবং গান্ধি পরিবারের আস্থাভাজন মল্লিকার্জুন খাড়গে৷ আর এই বিষয়টিকে সামনে এনেই সমালোচকরা বলছেন, খাড়গে শেষ পর্যন্ত সভাপতি নির্বাচিত হলে দলের রিমোট কন্ট্রোল সেই গান্ধিদের হাতেই থাকবে৷
যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'এই সমস্ত অভিযোগ সমালোচকরা করছেন৷ দু' জন যোগ্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নিরপেক্ষ রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷'
advertisement
প্রতিপক্ষ হলেও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি খাড়গে বা থারুর৷ যদিও শশী থারুর প্রকাশ্যেই স্বীকার করেছেন, প্রচারে করতে গিয়ে দলের নেতাদের থেকে সেভাবে সহযোগিতা পাননি তিনি৷ থারুর নিজেও যে জয়ের বিষয়ে খুব একটা আশাবাদী নন, তাও তাঁর কথাতে স্পষ্ট৷
advertisement
তিরুঅনন্তপুরমের সাংসদের দাবি, তিনি উল্লেখযোগ্য সংখ্যায় ভোট পাবেন৷ যদিও তিনিই যে জিতবেন, এ কথা জোর গলায় বলতে পারেননি নানা বিতর্কে নাম জড়ানো কেরলের এই সাংসদ৷ কংগ্রেসের আর এক শীর্ষ নেতা পি চিদম্বরমও অভিযোগ করেছেন, থারুর দলের মধ্যে পরিবর্তন আনতে চেয়েছিলেন৷ কিন্তু তাঁর সম্পর্কে ইচ্ছাকৃত ভাবে নেতিবাচক প্রচার চালানো হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Congress President Election: দু' দশক পরে গান্ধি পরিবারের বাইরে কংগ্রেসের সভাপতি কে? জানা যাবে আজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement