Saugata Roy: 'ব্যথিত হই', দলের নেতাদের দুর্নীতি নিয়ে আক্ষেপ সৌগত রায়ের! ভাইরাল হল ভিডিও

Last Updated:
বিস্ফোরক সৌগত রায়৷
বিস্ফোরক সৌগত রায়৷
#কলকাতা: দলের নেতাদের দুর্নীতি নিয়ে এবার একসঙ্গে সরব হলেন তৃণমূলের সাংসদ এবং মন্ত্রী৷ বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দলের নেতাদের একাংশের দুর্নীতি নিয়ে আক্ষেপ করতে শোনা গেল দলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে৷ আবার রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্ট করে দিলেন, ব্যক্তিগত দুর্নীতির দায় নেবে না দল৷
সম্প্রতি বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর একটি ভিডিও ভাইরাল হয়৷ সেই ভিডিওতেই দমদমের সাংসদ সৌগত রায়কে দলের নেতাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া নিয়ে আক্ষেপ করতে শোনা যায়৷ বেআইনি নিয়োগ নিয়েও মুখ খোলেন তৃণমূল সাংসদ৷ সৌগত রায়কে বলতে শোনা যায়, 'আমি ব্যথিত হই যখন দেখি দলেরই কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে৷ যাদের ছোট থেকে দেখলাম, তারা কখন দুর্নীতি পরায়ণ হয়ে পড়ল, তা টের পাইনি৷ দেখে দুঃখিত, ব্যথিত হই৷ এই যে চাকরিতে লোক ঢুকোতে হবে ইত্যাদি এর মধ্যে গেলে তার শেষ কোথায় কেউ জানে না৷'
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যেতে হয়েছে তৃণমূলের একদা অন্যতম শীর্ষ নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য৷ গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল৷ দুর্নীতির নানা অভিযোগে নাম জড়াচ্ছে দলের অন্যান্য বেশ কয়েকজন নেতার৷ সৌগত রায়ের এই বক্তব্য তাই আত্মসমালোচনার মতোই৷ যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন৷ তিনি অবশ্য দুর্নীতির সঙ্গে দলের সম্পর্ক স্বীকার করতে চাননি৷ বক্তব্য রাখতে গিয়ে পার্থ ভৌমিক বলেন, 'একজন চিকিৎসক ভুল চিকিৎসা করলে কি পরিবারের কাউকে ডাক্তার দেখাতে পাঠাবো না? একজন শিক্ষক খারাপ হলে নিজেদের সন্তানকে কোনও শিক্ষকের কাছে পাঠাবো না? তেমনই তৃণমূলের কোনও নেতা ভুল করে থাকলে সেই দায় দলের হতে পারে না৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saugata Roy: 'ব্যথিত হই', দলের নেতাদের দুর্নীতি নিয়ে আক্ষেপ সৌগত রায়ের! ভাইরাল হল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement