অন্যদিকে অনুব্রত মণ্ডলকে জেলবন্দি করার পর বোলপুরের শান্তিনিকেতন রতনকুঠিতে অস্থায়ী ক্যাম্প করে সিবিআই আধিকারিকরা একের পর এক অনুব্রত ঘনিষ্ঠদের ডেকে জেরা করছেন। অনুব্রত ঘনিষ্ঠদের এই তালিকায় শুক্রবার নতুন করে জেরা করা হয় ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে। সঞ্জীব মজুমদারকে প্রথম যেদিন ডেকে পাঠানো হয় সেদিন প্রায় সাত ঘন্টা জেরা করা হয় এবং ঠিক তার পরদিন ফের জেরা করা হয়।
advertisement
শুক্রবার তাঁকে আবারও তলব করে ডাকা হয় এবং তিনি রতনকুঠিতে এলে কিছুক্ষণ পর তাকে বেরিয়ে যেতে দেখা যায়। পাশাপাশি এদিন রতনকুঠির অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডেকে পাঠানো হয় বিদ্যুৎ দফতরের ডিভিশনয়াল ইঞ্জিনিয়ার পরিমল সরকারকে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে বারবার তলব এবং জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। অন্যদিকে, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষকেও ডেকে জেরা করেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুনঃ বাইক-প্যাসেঞ্জার ভর্তি সাফারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ২
দুর্গাপুজোর আগে সিবিআই আধিকারিকদের একইভাবে একের পর এক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিতে দেখা গিয়েছে অথবা তাদের ডেকে জেরা করা হয়েছে। দুর্গাপুজোর সময় অবশ্য শান্তিনিকেতনের রতন কুঠির অস্থায়ী ক্যাম্প ছাড়তে দেখা গিয়েছিল তাদের। একইভাবে কালীপুজোর আগে শুক্রবার সিবিআই আধিকারিকদের শান্তিনিকেতনের রতনকুঠি ছেড়ে চলে যেতে দেখা যায়। তাদের এই চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, অন্ততপক্ষে কালীপুজো নিশ্চিন্তে কাটাতে পারবেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠরা। তবে ফের কালীপুজোর পর আবার শান্তিনিকেতনে এসে সিবিআই আধিকারিকরা ডেরা পাতবেন কিনা তার দিকে নজর থাকবে সব মহলের।
Madhab Das