আরও পড়ুন: পথ শিশুদের জন্য ভ্রাম্যমান পাঠশালা, থাকছে দুপুরের খাবার
রামপুরহাটের এই মোমোর দোকানে এলে পাওয়া যাবে ১০ রকমের মোমো। ৪০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যে পাওয়া যাবে সবকিছু। তবে শুধু রামপুরহাট শহর নয়, এখন শহর থেকে গ্রাম সব জায়গাতেই একটা-দুটো করে মোমোর স্টল বা দোকান আপনার নজরে পড়বেই। সেগুলো চলছেও রমরম করে। ফলে মোমো ব্যবসা করে লাভ হচ্ছে ভাল।
advertisement
রামপুরহাটের এই মোমো প্লাজায় সন্ধে হলেই ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায়। ফোনে নাম লিখিয়ে ডাক্তার দেখিয়েছেন অনেকেই। তবে এবার মোমো খেতেও আগাম নাম লেখাতে হবে! রামপুরহাটের এই দোকানে বিশেষ কোনও দিন আসতে হলে আপনাকে আগাম ফোন বুকিং করে নাম লেখাতে হবে। প্রত্যেকদিন এই দোকানে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকার বিভিন্ন ধরনের মোমো বিক্রি হয়।
মোমো প্লাজার মালিক সুকান্ত দত্ত জানান, তাঁর দোকানে ১০ রকমের মোমো পাওয়া যায়। তবে চিকেন মোমো এবং ভেজ মোমোর চাহিদা সব থেকে বেশি। গত ১০ বছর ধরে তিনি এই দোকান চালাচ্ছেন। কোনও উৎসব বা বিশেষ দিনে তাঁর দোকানের সেল আরও বেড়ে যায়।
সৌভিক রায়