TRENDING:

Birbhum News: সারাদিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবসা, তাতেই রোজগার শুনলে আঁতকে উঠবেন!

Last Updated:

মাত্র পাঁচ ঘন্টা ব্যবসা করে হাজার হাজার টাকা লাভ করছেন সুকান্ত দত্ত! রামপুরহাটের এই ব্যবসায়ীর আয় শুনলে চমকে যাবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: শীতকাল মানেই রকমারি খাবার আর উদরপূর্তি। শীতের সন্ধের কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম সুস্বাদু ও মুখরোচক খাবারের হাতছানি এড়ানো পেটুক বাঙালির পক্ষে বেশ কঠিন। আর গত কয়েক বছর ধরেই শীতের সন্ধেয় বাঙালির রসনা তৃপ্তি ঘটাচ্ছে সুস্বাদু মোমো। এবার শীত আসার আগেই রকমারি মোমো নিয়ে হাজির রামপুরহাট মোমো প্লাজা। তাদের চিকেন ও ভেজ মোমো মন কেড়েছে রামপুরহাট মহকুমাবাসীর।
advertisement

আরও পড়ুন: পথ শিশুদের জন্য ভ্রাম্যমান পাঠশালা, থাকছে দুপুরের খাবার

রামপুরহাটের এই মোমোর দোকানে এলে পাওয়া যাবে ১০ রকমের মোমো। ৪০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যে পাওয়া যাবে সবকিছু। তবে শুধু রামপুরহাট শহর নয়, এখন শহর থেকে গ্রাম সব জায়গাতেই একটা-দুটো করে মোমোর স্টল বা দোকান আপনার নজরে পড়বেই। সেগুলো চলছেও রমরম করে। ফলে মোমো ব্যবসা করে লাভ হচ্ছে ভাল।

advertisement

View More

রামপুরহাটের এই মোমো প্লাজায় সন্ধে হলেই ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায়। ফোনে নাম লিখিয়ে ডাক্তার দেখিয়েছেন অনেকেই। তবে এবার মোমো খেতেও আগাম নাম লেখাতে হবে! রামপুরহাটের এই দোকানে বিশেষ কোনও দিন আসতে হলে আপনাকে আগাম ফোন বুকিং করে নাম লেখাতে হবে। প্রত্যেকদিন এই দোকানে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকার বিভিন্ন ধরনের মোমো বিক্রি হয়।

advertisement

মোমো প্লাজার মালিক সুকান্ত দত্ত জানান, তাঁর দোকানে ১০ রকমের মোমো পাওয়া যায়। তবে চিকেন মোমো এবং ভেজ মোমোর চাহিদা সব থেকে বেশি। গত ১০ বছর ধরে তিনি এই দোকান চালাচ্ছেন। কোনও উৎসব বা বিশেষ দিনে তাঁর দোকানের সেল আরও বেড়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সারাদিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবসা, তাতেই রোজগার শুনলে আঁতকে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল