Alipurduar News: পথ শিশুদের জন্য ভ্রাম্যমান পাঠশালা, থাকছে দুপুরের খাবার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
পথ শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে আলিপুরদুয়ারে চালু হল তিনটি ভ্রাম্যমান পাঠশালা। সেখানে মধ্যাহ্নভোজের ব্যবস্থাও থাকছে
আলিপুরদুয়ার: পথ শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে চালু হল ভ্রাম্যমান পাঠশালা। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমান পাঠশালাটি চালু হয়েছে। পরিচালনার দায়িত্বে আছেন আইসিডিএস সেন্টারের কর্মীরা।
আরও পড়ুন: ‘মমতাদি-অভিষেক সব জানে, ৪ দিন অপেক্ষা করুন’, সিজিও থেকে হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
আলিপুরদুয়ার শহরের তিনটি স্থানে এই ভ্রাম্যমান পাঠশালায় পড়ানো হবে পথশিশুদের। প্যারেড গ্রাউন্ডে পথশিশুদের এমনই এক পাঠশালায় পড়ালেন জেলাশাসক আর বিমলা। এলাকার ১ থেকে ৬ বছর বয়স পর্যন্ত পথ শিশুদের এই ভ্রাম্যমান পাঠশালার মাধ্যমে শিক্ষাদান করা হবে। পাশাপাশি এখানে পথশিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও বিভিন্ন ধরনের পুঁথিগত শিক্ষা প্রদান করবেন শিক্ষিকারা।
advertisement
advertisement
এই ভ্রাম্যমান পাঠশালায় পাঠরত পথশিশুদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও থাকছে। আইসিডিএস কর্মী, দামরী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা থাকবেন এখানে। আপাতত ৪০ জনের মতো পথশিশু এই বিদ্যালয়গুলিতে পঠনপাঠন করবে বলে জানিয়েছেন জেলাশাসক। তিনি বলেন, শুধু আলিপুরদুয়ার সদর নয়, গোটা জেলাজুড়ে কাজ করছেন আইসিডিএস কেন্দ্রের কর্মী, সহায়িকারা। কিন্তু দেখা যায় বস্তি এলাকা, রেলওয়ে স্টেশনের শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকছে। তাদের খুঁজে বের করে শিক্ষার আলোয় নিয়ে আসতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 11:50 AM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পথ শিশুদের জন্য ভ্রাম্যমান পাঠশালা, থাকছে দুপুরের খাবার