Jyotipriya Mallick: 'মমতাদি-অভিষেক সব জানে, ৪ দিন অপেক্ষা করুন', সিজিও থেকে হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
- Written by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jyotipriya Mallick: শুক্রবার রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে।
কলকাতা: শুক্রবার রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় এদিন বিস্ফোরক দাবি করেন রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ওরফে বালুদা। নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি এদিন জ্যোতিপ্রিয় বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। মমতাদি-অভিষেক সবটা জানে। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।’
জ্যোতিপ্রিয় মল্লিকের আরও দাবি, ‘আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি জানে, মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব। এটা পরিষ্কার জেনে রাখুন। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। আমি অলরেডি এর মধ্যেই মুক্ত হয়ে গিয়েছি। ৪ দিন অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আছি।’
আরও পড়ুন: কাউন্টডাউন শুরু, ধনতেরাসের দিন এই ৩ জিনিস ভুলেও কিনবেন না! জানুন
তিন দিন হল হাসপাতাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে এসেছেন তিনি। বনমন্ত্রীর ঘনিষ্ঠরা বলে থাকেন, সামনে বসা মানুষকে কখনও স্মিত হেসে আবার কখনও উচ্চৈস্বরে হেসে আপন করার চেষ্টা বরাবরই রয়েছে জ্যোতিপ্রিয় ওরফে বালুর। ইডি সূত্রে খবর, দুর্নীতির জেরা চলাকালীনও এই কৌশলই নিয়েছেন মন্ত্রী। ইডি-র দাবি, যত অভিযোগের কথা তাঁকে বলা হচ্ছে, ততবার তিনি সেগুলোর সঙ্গে যুক্ত নন বলে উড়িয়ে দিচ্ছেন। এমনকী কখনও কখনও স্মিত হাসি লেগে রয়েছে জ্যোতিপ্রিয়র মুখে।
advertisement
advertisement
রেশন বণ্টন মামলায় দুর্নীতির টাকা কোথায় গিয়েছে, কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এই বিষয়ে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিবদ্ধ করেছে ইডি। ইডি-র দাবি, এই সব শুনে একেবারে চুপ করে যাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেই এই মামলায় মন্ত্রীর যোগসাজসের প্রমাণ মিলেছে বলে দাবি ইডির। তার পরেই জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে প্রথমবার মুখ খোলেন ধৃত নেতা।
advertisement
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 03, 2023 11:24 AM IST









