এবার এলাকার তৃণমূল নেতৃত্বের সহকারী সভাধিপতি পদে আনা হয়েছে এক আদিবাসী প্রতিনিধিকে। সহকারী সভাধিপতি হয়েছেন স্বর্ণলতা সোরেন৷ খাদান এলাকায় তিনি জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন।
আরও পডুন: থার্ড লাইনে কাজ, হাওড়া থেকে ফের বাতিল একাধিক ট্রেন, সময়েরও বদল হল, দেখুন তালিকা
পাশাপাশি, এই স্বর্ণলতা সোরেন আদিবাসী গাঁওতার নেতা রবিন সোরেন বোনও। তাঁকেই সহকারী সভাধিপতি পদে বসানো নিয়ে আবারও কয়লা খাদান নিয়ে চর্চা শুরু হয়েছে এলাকায়৷
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, মহম্মদবাজার এলাকায় কয়লা শিল্প শুরু করতে হলে আদিবাসীদের শিল্পের পক্ষে আনা মূল লক্ষ্য। সেই কারণে, একগুচ্ছ চাকরি, এলাকার মানুষদের নানান সুযোগ সুবিধা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। প্রচুর মানুষকে সরিকারি চাকরিও দেওয়া হয়েছে। এবার সহকারী সভাধিপতি পদে আদিবাসী মহিলাকে বসানোর পিছনে আদিবাসীদের মন জয় করারই মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের লোকজনরা।
Subhadip Pal