Jadavpur University: ‘রুমেই ছিলাম..’ ঘটনার পরে ‘আমরা সব ওখান থেকে পালালাম’, মা-কে বলেছিল ধৃত প্রাক্তনী অসিত

Last Updated:

ধৃতদের মধ্যে একজন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা অসিত সর্দার৷ অসিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের প্রাক্তনী৷ এবছরই স্নাতক হয়েছেন তিনি৷ তবে থাকতেন হস্টেলেই৷

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় বুধবার ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৷ বুধবার সকালেই ৬ জন ছাত্রকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছে৷ এই ৬ জন ছাত্রই ব়্যাগিংয়ে যুক্ত ছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা৷ ধৃত ছাত্রদের মধ্যে ৩ জন বর্তমান পড়ুয়া এবং তিন জন প্রাক্তনী রয়েছেন৷
ধৃতদের মধ্যে একজন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা অসিত সর্দার৷ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান অসিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের প্রাক্তনী৷ এবছরই স্নাতক হয়েছেন তিনি৷ তবে থাকতেন হস্টেলেই৷ অসিতের মা জানান, তাঁর ছেলে কোনও ভাবেই ঘটনার সঙ্গে যুক্ত নন৷ তিনি বলেন, ‘‘ওখানে ছিল, ঘটনাটা ঘটলে বাড়ি চলে এসেছিল৷ কার সঙ্গে যুক্ত আমি তো বলতে পারব না, আমার ছেলে জড়িত থাকবে না, আমার ছেলে নির্দোষ৷’’
advertisement
অসিতের মা জানান, তাঁর ছেলে তাঁকে বলেছে, ‘‘এই এই হয়েছে, এই জানি৷ আমরা যেটা জানি সেটা বলেছি৷ আমরা দেখলাম..এই রকম ভাবে পড়ে রয়েছে৷ তাড়াতাড়ি করে কোথায় কী করল..’’
advertisement
আরও পড়ুন: চা খাইয়ে সৌরভই নিয়ে গিয়েছিল সিনিয়রদের ঘরে, তার পরে ৬ জন মিলে তিন ঘণ্টা টানা ‘নির্যাতন’?
তিনি জানান, ওই দিনই হস্টেল থেকে ‘পালান’ অসিত সহ অন্যান্যেরা৷ সেই দিনটা কোথাওয কাটিয়ে গত মঙ্গলবার সন্ধেবেলাই বাড়িতে ফিরেছিল অসিত৷ ওই ছাত্র যে সময় পড়ে যায়, সেই সময় অসিত কোথায় ছিল, তা তাঁর মাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘রুমে (হস্টেলের ঘরে) ছিল৷’’
advertisement
অসিতের মায়ের দাবি, ছেলে বাড়ি ফেরার পরে তাঁর মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তিনি৷ বেশ হাসিখুশিই ছিল৷ সবার সঙ্গে হাসি-ঠাট্টা করে কথাও বলেছে৷ বিশ্ববিদ্যালয়ের ঘটনাও সবাইকে বলেছে বলে জানান তাঁর মা৷
advertisement
অন্যদিকে, ঘটনার সময় হস্টেলেই ছিলেন ধৃত অপর প্রাক্তন ছাত্র সুমন নস্কর৷ কিন্তু, তার পর পরই কেন তিনি হস্টেল ছাড়েন সুমনের সামনে সেই প্রশ্ন তুলেছিলেন তদন্তকারীরা৷ সূত্রের খবর, তখন সে জানিয়েছিল, ঘটনার পরে প্রাক্তনীদের হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সেই কারণে তিনি হস্টেল ছেড়ে চলে যান৷ তাঁর দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: ‘রুমেই ছিলাম..’ ঘটনার পরে ‘আমরা সব ওখান থেকে পালালাম’, মা-কে বলেছিল ধৃত প্রাক্তনী অসিত
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement