Jadavpur University: ‘রুমেই ছিলাম..’ ঘটনার পরে ‘আমরা সব ওখান থেকে পালালাম’, মা-কে বলেছিল ধৃত প্রাক্তনী অসিত

Last Updated:

ধৃতদের মধ্যে একজন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা অসিত সর্দার৷ অসিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের প্রাক্তনী৷ এবছরই স্নাতক হয়েছেন তিনি৷ তবে থাকতেন হস্টেলেই৷

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় বুধবার ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৷ বুধবার সকালেই ৬ জন ছাত্রকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছে৷ এই ৬ জন ছাত্রই ব়্যাগিংয়ে যুক্ত ছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা৷ ধৃত ছাত্রদের মধ্যে ৩ জন বর্তমান পড়ুয়া এবং তিন জন প্রাক্তনী রয়েছেন৷
ধৃতদের মধ্যে একজন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা অসিত সর্দার৷ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান অসিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের প্রাক্তনী৷ এবছরই স্নাতক হয়েছেন তিনি৷ তবে থাকতেন হস্টেলেই৷ অসিতের মা জানান, তাঁর ছেলে কোনও ভাবেই ঘটনার সঙ্গে যুক্ত নন৷ তিনি বলেন, ‘‘ওখানে ছিল, ঘটনাটা ঘটলে বাড়ি চলে এসেছিল৷ কার সঙ্গে যুক্ত আমি তো বলতে পারব না, আমার ছেলে জড়িত থাকবে না, আমার ছেলে নির্দোষ৷’’
advertisement
অসিতের মা জানান, তাঁর ছেলে তাঁকে বলেছে, ‘‘এই এই হয়েছে, এই জানি৷ আমরা যেটা জানি সেটা বলেছি৷ আমরা দেখলাম..এই রকম ভাবে পড়ে রয়েছে৷ তাড়াতাড়ি করে কোথায় কী করল..’’
advertisement
আরও পড়ুন: চা খাইয়ে সৌরভই নিয়ে গিয়েছিল সিনিয়রদের ঘরে, তার পরে ৬ জন মিলে তিন ঘণ্টা টানা ‘নির্যাতন’?
তিনি জানান, ওই দিনই হস্টেল থেকে ‘পালান’ অসিত সহ অন্যান্যেরা৷ সেই দিনটা কোথাওয কাটিয়ে গত মঙ্গলবার সন্ধেবেলাই বাড়িতে ফিরেছিল অসিত৷ ওই ছাত্র যে সময় পড়ে যায়, সেই সময় অসিত কোথায় ছিল, তা তাঁর মাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘রুমে (হস্টেলের ঘরে) ছিল৷’’
advertisement
অসিতের মায়ের দাবি, ছেলে বাড়ি ফেরার পরে তাঁর মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তিনি৷ বেশ হাসিখুশিই ছিল৷ সবার সঙ্গে হাসি-ঠাট্টা করে কথাও বলেছে৷ বিশ্ববিদ্যালয়ের ঘটনাও সবাইকে বলেছে বলে জানান তাঁর মা৷
advertisement
অন্যদিকে, ঘটনার সময় হস্টেলেই ছিলেন ধৃত অপর প্রাক্তন ছাত্র সুমন নস্কর৷ কিন্তু, তার পর পরই কেন তিনি হস্টেল ছাড়েন সুমনের সামনে সেই প্রশ্ন তুলেছিলেন তদন্তকারীরা৷ সূত্রের খবর, তখন সে জানিয়েছিল, ঘটনার পরে প্রাক্তনীদের হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সেই কারণে তিনি হস্টেল ছেড়ে চলে যান৷ তাঁর দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: ‘রুমেই ছিলাম..’ ঘটনার পরে ‘আমরা সব ওখান থেকে পালালাম’, মা-কে বলেছিল ধৃত প্রাক্তনী অসিত
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement