TRENDING:

Birbhum News : তালিকায় নাম থাকার পরেও কেন নোবেল পাননি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? জানুন

Last Updated:

Birbhum News: নাম থাকার পরেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কেন নোবেল পুরস্কার পাননি? জানলে অবাক হবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বীরভূমের গ্রাম বাংলার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কথাসাহিত্যিক হিসাবেই পরিচিত। লাভপুরে জন্মগ্রহণ করা এই সাহিত্যিকের ঝুলিতে রয়েছে ৬৫টি উপন্যাস, ৫৩টি ছোটগল্প, ১২টি নাটক, চারটি প্রবন্ধ। এছাড়াও তিনি তার কলমের ছোঁয়ায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বিভিন্ন স্মৃতিকথা, ভ্রমণকাহিনী, কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। এই কথা শিল্পী সাহিত্যিকের হাত ধরেই ভারতে আসতে পারতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পর সাহিত্যের দ্বিতীয় নোবেল। ১৯৭১ সালে সাহিত্য একাডেমির তৎকালীন সম্পাদক কৃষ্ণ কৃপালনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নোবেল কমিটির কাছে নাম প্রস্তাব হিসাবে পাঠিয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই বছরই ১৪ সেপ্টেম্বর প্রয়াত হন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যেহেতু মরণোত্তর কাউকে নোবেল পুরস্কার দেওয়া হয় না তার জন্যই কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নোবেল পুরস্কার পাননি।
advertisement

সুইডিশ নোবেল কমিটি ২০২২ সালের নোবেল প্রাপকদের নাম প্রকাশ করেছে। যারা নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাদের নাম প্রকাশ করার পাশাপাশি যাদের নাম মনোনীত হয়েছিল তাদের নামও প্রকাশ করার হয়েছে। ৫১ বছর পর সেই তালিকাতেই দেখা যাচ্ছে নোবেল পদকের জন্য নাম ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন: টোল কর্মীদের লাঠিপেটা কেন্দ্রীয় জওয়ানদের! ভাইরাল সিসিটিভি ফুটেজ

advertisement

এই বছর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্ম জয়ন্তী। ইতিমধ্যেই তার এই জন্মজয়ন্তীর উদযাপনের জন্য বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে লাভপুর সহ জেলা জুড়ে। এখন এই মুহূর্তে তাঁর এই নোবেল পদকের জন্য নাম ছিল তা জানতে পেরে যেমন একদিকে সাহিত্যে ভারতের দ্বিতীয় নোবেল না আসার জন্য আক্ষেপ তৈরি হচ্ছে ঠিক তেমনি আবার গর্বিতও হচ্ছেন সকলে। তবে নোবেল পদক না এলেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি, পদ্মশ্রী, পদ্মভূষণ। তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। তার প্রখ্যাত উপন্যাস 'হাঁসুলি বাঁকের উপকথা'র সেই হাঁসুলি বাঁক আজও লাভপুরের বুকে চিরন্তন হয়ে রয়েছে। এই হাঁসুলি বাঁকের টানে আজও দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন লক্ষ্য করা যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : তালিকায় নাম থাকার পরেও কেন নোবেল পাননি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল