সুইডিশ নোবেল কমিটি ২০২২ সালের নোবেল প্রাপকদের নাম প্রকাশ করেছে। যারা নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাদের নাম প্রকাশ করার পাশাপাশি যাদের নাম মনোনীত হয়েছিল তাদের নামও প্রকাশ করার হয়েছে। ৫১ বছর পর সেই তালিকাতেই দেখা যাচ্ছে নোবেল পদকের জন্য নাম ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: টোল কর্মীদের লাঠিপেটা কেন্দ্রীয় জওয়ানদের! ভাইরাল সিসিটিভি ফুটেজ
advertisement
এই বছর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্ম জয়ন্তী। ইতিমধ্যেই তার এই জন্মজয়ন্তীর উদযাপনের জন্য বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে লাভপুর সহ জেলা জুড়ে। এখন এই মুহূর্তে তাঁর এই নোবেল পদকের জন্য নাম ছিল তা জানতে পেরে যেমন একদিকে সাহিত্যে ভারতের দ্বিতীয় নোবেল না আসার জন্য আক্ষেপ তৈরি হচ্ছে ঠিক তেমনি আবার গর্বিতও হচ্ছেন সকলে। তবে নোবেল পদক না এলেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি, পদ্মশ্রী, পদ্মভূষণ। তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। তার প্রখ্যাত উপন্যাস 'হাঁসুলি বাঁকের উপকথা'র সেই হাঁসুলি বাঁক আজও লাভপুরের বুকে চিরন্তন হয়ে রয়েছে। এই হাঁসুলি বাঁকের টানে আজও দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন লক্ষ্য করা যায়।
Madhab Das