Bardhaman News : টোল কর্মীদের লাঠিপেটা কেন্দ্রীয় জওয়ানদের! ভাইরাল সিসিটিভি ফুটেজ

Last Updated:

Bardhaman News : কেন্দ্রীয় বাহিনীর পোশাকে জওয়ানরা টোল কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। পরিচয় পত্র দেখতে চাওয়াতেই মারতে শুরু করেন জওয়ানরা! কারণ কী? কী লোকানোর চেষ্টা? জানুন

+
তাণ্ডবের

তাণ্ডবের পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরাবন্দি

#পশ্চিম বর্ধমান : টোল প্লাজার কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে। ঘটনায় চারজন টোল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক এর কনভয় বাঁশকোপা টোল প্লাজা দিয়ে পার হওয়ার সময় এই ঘটনা হয়েছে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর পোশাকে জওয়ানরা টোল কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বাঁশকোপা টোল প্লাজা কর্তৃপক্ষের তরফ থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেন হঠাৎ করে টোল প্লাজার কর্মীদের মারধর করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এই ঘটনায়।
বাঁশকোপা টোল প্লাজার এক কর্মীর বয়ানে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের কনভয় বাঁশকোপা টোল প্লাজা হয়ে পানাগড়ের দিকে যাচ্ছিল। কনভয়টির একটি গাড়ির বাণিজ্যিক নম্বর ছিল। তাই গাড়িটিকে আটকানো হয়। দেখতে চাওয়া হয় সচিত্র পরিচয় পত্র। আর তখনই হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
advertisement
advertisement
তারপরেই গাড়ি থেকে নেমে মারধর করা হয় টোল কর্মীদের। ঘটনার সময় টোল প্লাজায় উপস্থিত কর্মীরা বাধা দিতে গেলে, তারাও আহত হন। সবমিলিয়ে এই ঘটনায় চারজন কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাছাড়া পুরো ঘটনাটি টোল প্লাজায় থাকা সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। কেন হঠাৎ করে এই মারধর এবং এই ঘটনায় কেন ওই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক বাধা দিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি টোল কর্মীরা অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলছেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News : টোল কর্মীদের লাঠিপেটা কেন্দ্রীয় জওয়ানদের! ভাইরাল সিসিটিভি ফুটেজ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement