Nadia News: নিজের সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী এসএসবি জওয়ান! মানসিক অবসাদ নাকি রয়েছে অন্য কারণ! জানুন

Last Updated:

Nadia News: চাকদহের বাসিন্দা অসমে কর্মরত এসএসবি জওয়ান আত্মঘাতী হলেন নিজের সার্ভিস রিভলবার দিয়েই! মানসিক অবসাদের জেরেই কী এই কাজ? পরিবারের কাছ থেকে উঠে আসছে অন্য তথ্য!

শহীদ জওয়ানের দেহ
শহীদ জওয়ানের দেহ
#চাকদহ: ফের মর্মান্তিক মৃত্যু এস.এস.বি জওয়ানের । নিজের সার্ভিস রিভলভারের গুলিতেই আত্মঘাতী হলেন এক এস.এস.বি জওয়ান। জানা যায় রবিবার সকালে কর্মরত অবস্থায় নিজেই নিজের সার্ভিস রিভলভার থেকে হঠাৎই গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই জওয়ান। মৃত ওই এস.এস.বি জওয়ানের নাম কৌশিক বিশ্বাস বাড়ি নদিয়ার চাকদহ থানার অন্তর্গত চাদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস পাড়া এলাকায়।
সম্প্রতি তিনি বিহার থেকে অসমে পোস্টিং পান। এবং সেখান থেকেই এদিন সকালে চাকদায় কৌশিকের পাশের বাড়িতে টেলিফোন মারফত তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। তারপরেই স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়ে পরিবারসহ গোটা এলাকাবাসীরা।
advertisement
advertisement
জানা গিয়েছে দেড় বছর আগে অমৃতা বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় তার। রয়েছে তাদের একটি পুত্র সন্তান। মৃত কৌশিকের বাবা কৃত্তিবাস বিশ্বাস পেশায় কৃষিজীবী।পরিবারের রোজগেরে বলতে একমাত্র ছিলেন কৌশিক। অন্যদিকে তার একটি বর্ণ রয়েছে বলে জানা যায়। পরিবারের অভিযোগ কৌশিকের বন্ধু জয়ন্ত মন্ডল ওরফে পচা তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা বিভিন্ন সময়ে হাতিয়ে নেয়। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কৌশিক বলে জানা যায় পরিবার সূত্রে। তবে এখনও তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়, রয়ে গিয়েছে ধোঁয়াশা বলেই সূত্রের খবর। এদিকে সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে অনুশীলন করার সময় ট্যাঙ্কার বিস্ফোরণের ফলে মৃত্যু হয় নদীয়ার পলাশী পাড়ার বাসিন্দা এক জওয়ানের।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নিজের সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী এসএসবি জওয়ান! মানসিক অবসাদ নাকি রয়েছে অন্য কারণ! জানুন
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement