এমন অনন্য নজির তৈরি করা লেডি কনস্টেবল হলেন ছবিলা খাতুন। বীরভূম জেলা পুলিশে কর্মরত এই লেডি কনস্টেবল মহম্মদ বাজারের বাসিন্দা। তার মা এবং তার দীর্ঘদিনের স্বপ্ন মানুষের পাশে থাকার। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজে হাত বাড়িয়ে দেন ছবিলা। এর পাশাপাশি তার এবং অসহায় মায়েদের স্বপ্নপূরণের জন্য তিনি এখন প্রায় দেড় বিঘা জমির উপর সিউড়ি সংলগ্ন কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতে তৈরি করেছেন এই স্বপ্নপুরী এক্সপ্রেস।
advertisement
নিজের বেতনের টাকায় সংসার চালিয়েও অল্প অল্প করে টাকা জুগিয়ে ছবিলা খাতুন এই স্বপ্নপুরী এক্সপ্রেস তৈরি করেছেন। তার এই স্বপ্নপুরী এক্সপ্রেস তৈরি করার ক্ষেত্রে তাকে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বীরভূম জেলা পুলিশের বিভিন্ন অফিসাররা। বর্তমানে এই স্বপ্নপুরী এক্সপ্রেসে ২৫ জনের থাকার ব্যবস্থা করা হলেও ১০ জনের বিছানা বালিশের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন লেডি কনস্টেবল ছবিলা এবং তাদের এখানে মাথার ছাদ দেওয়া হয়েছে। বাকি আরও ১৫ জনের বিছানা বালিশের ব্যবস্থা করে মাথার ছাদ দেওয়া হবে।
ছবিলা জানিয়েছেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এইরকম একটি বৃদ্ধাশ্রম তৈরি করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। পাশাপাশি মায়েরাও এই জায়গায় আসতে পেরে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। সেই জন্যই এই জায়গার নাম রাখা হয়েছে, স্বপ্নপুরী এক্সপ্রেস।
Madhab Das