TRENDING:

Birbhum News: শীতের সেরা নলেন গুড়ের মিষ্টি এবার সহজেই তৈরি করুন বাড়িতে, জানুন কীভাবে?

Last Updated:

Birbhum News: শীতের অনুভূতি শুরু হতেই খেজুর গুড়ের রসগোল্লার চাহিদা বেড়েছে তুঙ্গে। এছাড়াও পৌষ পার্বন এলে এই সন্দেশ ও রসগোল্লার বাজার আরও বাড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: শীতকাল পড়েছে আর খেজুর গুড় খাবেন না এমন একজনকেও খুঁজে পাওয়া কঠিন! খেজুর গুড়ের সন্দেশ ও রসগোল্লা হল এমন একটি মিষ্টি, যা বাঙালিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এর জনপ্রিয়তার পিছনে মূল কারণ অনন্য, অসাধারণ এবং অপ্রতিরোধ্য স্বাদ। তাই বাঙালি শেষপাতে মিষ্টিমুখ ছাড়া ভাবতেই পারে না। তবে এই মিষ্টি কীভাবে তৈরি হয়? এই বিষয়ে এক মিষ্টির দোকানের কারিগর জানান, এক কেজি ছানার সঙ্গে দু’কেজি গুড় এবং তিন কেজি চিনির সহযোগে এই মিষ্টি তৈরি করা হয়।
advertisement

খেজুর গুড়ের রস ফোটানো হয়। রসগোল্লার জন্য জাঁক দিয়ে জল বের করে রাখা ছানাকে সাইজ মতো গোল আকারে পাকানো হয় হাত দিয়ে। এবার ওই রসের মধ্যে ডুবিয়ে রাখা হয় ছানার গোলাকার মণ্ড গুলোকে।এভাবেই তৈরি হয় খেজুর গুড়ের রসগোল্লা।খেজুর গুড়ের সন্দেশেরও শীত পড়তে না পড়তেই চাহিদা বাড়ে। ৭ টাকা থেকে শুরু করে ১৫ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের খেজুর গুড়ের রসগোল্লা বিক্রি হয় মিষ্টির দোকানে। ঐতিহ্যবাহী এই মিষ্টির কদর সারা বিশ্বে।

advertisement

আরও পড়ুন-         বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

আরও পড়ুন-          সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

View More

রামপুরহাটের এক মিষ্টির কারিগর জানায়, খেজুর গুড়ের সন্দেশ ও রসগোল্লা দুধ ও গুড়ের মিশ্রণে তৈরি মিষ্টি। যা মুখে দিলেই গলে যায়। ছানার সঙ্গে খেজুর গুড় মিশিয়ে তা মাঝারি আঁচে ফুটিয়ে পাক তৈরি করা হয়। এই পাক দিয়েই তৈরি হয় বিভিন্ন রকমের সন্দেশ। বিভিন্ন আকারের জন্য এই পাক বিভিন্ন ছাঁচে ফেলা হয়। নলেন গুড়ের সন্দেশ তৈরি করতে, শুধুমাত্র দুটি মৌলিক উপাদান প্রয়োজন। তবে বীরভূমে খেজুর গুড়ের সন্দেশের থেকে বেশি চাহিদা খেজুর গুড়ের রসগোল্লার।

advertisement

এখনও সেইভাবে শীতের দেখা মেলেনি বীরভূমে। তবে শীতের অনুভূতি শুরু হতেই খেজুর গুড়ের রসগোল্লার চাহিদা বেড়েছে তুঙ্গে। এছাড়াও পৌষ পার্বন এলে এই সন্দেশ ও রসগোল্লার বাজার আরও বাড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: শীতের সেরা নলেন গুড়ের মিষ্টি এবার সহজেই তৈরি করুন বাড়িতে, জানুন কীভাবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল