TRENDING:

Birbhum News: 'এই' কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষ! চিন্তার ভাঁজ চাষিদের কপালে

Last Updated:

গত কয়েক দিনের অব্যাহত ঘন কুয়াশার কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বীরভূম জেলার আলু চাষিরা। কখনও ঠান্ডা আবার কখনও হালকা গরমে আলু গাছের ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: কৃষি প্রধান এলাকা বীরভূম। এই জেলার অধিকাংশ মানুষজন জীবিকা নির্বাহ করে কৃষি কাজ করেই। ধানসহ বিভিন্ন শাকসবজি ও আলুর চাষ করে লাভের মুখ দেখেন বীরভূম জেলার চাষিরা। সেইমতো এইবছর আলু চাষ করেছে বীরভূম জেলার বিভিন্ন ব্লকের আলু চাষিরা।
advertisement

গত কয়েক দিনের অব্যাহত ঘন কুয়াশার কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বীরভূম জেলার আলু চাষিরা। কখনও ঠান্ডা আবার কখনও হালকা গরমে আলু গাছের ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন তারা। পাশাপাশি বেশকিছুদিন ধরেই সকালে প্রচুর কুয়াশা হচ্ছে তাতে আলু গাছে ধসা লেগে আলু গাছের ক্ষতি হচ্ছে  এবং  ফলনও কম হচ্ছে ‌বলে মনে করছেন চাষিরা।

advertisement

আরও পড়ুন- ২০০ ভুতুড়ে অ্যাকাউন্ট, যোগ চালকলের মালিকের সঙ্গে, নির্বিচারে গরিব লোকের আই-ডি ব্যবহার

তবে বোলপুর কৃষি দপ্তরের আধিকারিকরা চাষিদের জানিয়েছেন উদ্বিগ্ন না হয়ে প্রতিনিয়ত আলু গাছ যাতে ভালোভাবে পরিচর্যা করা হয় তার দিকে নজর রাখতে পাশাপাশি তারা এই বিষয়ে পরামর্শও দিচ্ছেন। যদিও এই সময় অনেক চাষি মাঠ থেকে আলু তুলে প্যাকটে ভরে বাজার জাত করছেন কিন্তু যারা এখনও জমি থেকে আলু তোলেননি তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে কৃষি দপ্তরের তরফে।

advertisement

আরও পড়ুন- 'এটা না করলে তুই অনেক দূর চলে যেতিস‌', মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলা

আলু চাষিরা বলে ,“কুয়াশার কারণে ধসা লাগছে গাছে,ফলে ফলন কম তো হবেই। এদিকে সার, কীটনাশকের আকাশছোঁয়া দাম এই দাম বাড়ার ফলে আলু চাষ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। কারণ আলুর দাম খুব কম রয়েছে এখন‌। ভালো আলু ২০০-২৩০ টাকা প্যাকেট। চাষ করতে যে খরচ হয়েছে তাতে লাভের লাভ কিছুই হয়নি। সরকার আমাদের সাহায্য করলে একটু উপকৃত হতাম।”

advertisement

অন্যদিকে বোলপুর মহকুমা কৃষি আধিকারিক চন্দ্রশেখর সাহা জানান, “কুয়াশার জন্য আগাম আতঙ্কিত হয়ে আলু গাছের উপর কীটনাশক ব্যবহার করা হলে হিতে বিপরীত ঘটতে পারে তাই এমনটা করা নিষেধ করা হচ্ছে। তবে কুয়াশা নিয়ে আতঙ্কের কোন কারণ নেই আলু চাষিদের।”

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

Soutik Chakraborty

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: 'এই' কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষ! চিন্তার ভাঁজ চাষিদের কপালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল