হরেক স্বাদের পানের মেলা
পান খেতে চান? বেনারসের কি দরকার? হরেক রকমের পান পাবেন হাওড়াতে!
বাঙালির গল্প আড্ডায় জুড়ে রয়েছে 'পান'
চুন-খয়ের-সুপারি বিভিন্ন সুগন্ধি মসলায় জমে ওঠে পানের পাতা
কালো আঙুর পান, চেরি পান, ফায়ার পান, মীনাক্ষী পান, মিষ্টি পান
আরও নানা স্বাদের পানের স্বাদ পেতে আসুন এই দোকানে
বেনারসের ভ্যারাইটিজ মিঠা পান ছড়িয়েছে সারা দেশ ও বিশ্বময়
বাংলার মানুষও বেনারসের বাহারি পানে মেতেছে
কালো আঙ্গুর চেরি ফায়ার চকলেট ও বাহারি মিষ্টি পান
দামও রয়েছে নাগালের মধ্যে ১০ থেকে ৩০ টাকা
৬০ থেকে ৭০ বছরের ডোমজুড়ে এই পানের দোকানে
সব মিলিয়ে প্রায় আঠারো থেকে কুড়ি রকম স্বাদের পান রয়েছে এখানে