Crime News: 'এটা না করলে তুই অনেক দূর চলে যেতিস', মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Crime News: আজ থেকে শুরু হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। কিন্তু পরীক্ষায় বসার আগেই নাবালিকার উপর অ্যাসিড ছোড়ার অভিযোগ। যার জেরে তার ডান হাত গুরুতর জখম হয়েছে।
নলহাটি: আজ থেকে শুরু হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। কিন্তু পরীক্ষায় বসার আগেই নাবালিকার উপর অ্যাসিড হামলার অভিযোগ। যার জেরে তার ডান হাত গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বীরভূম জেলার নলহাটি থানা এলাকার একটি গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এই ঘটনায় মনের জোর হারায়নি ওই পরীক্ষার্থী। বৃহস্পতিবার হাসপাতালের শয্যায় ‘রাইটার’ নিয়েই মাধ্যমিক পরীক্ষায় বসবে ওই নাবালিকা।
বীরভূম জেলার নলহাটি থানা এলাকায় একটি হাইস্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে ওই নাবালিকা। পড়াশোনায় বেশ ভাল বলেই পরিচিত সে। স্কুল সূত্রে খবর, এই বছর সে মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিল জোরকদমেই। কিন্তু তার মাঝেই ঘটে যায় এক চরম ঘটনা। নাবালিকার দাবি, 'মঙ্গলবার আমি যখন বাড়িতেই পড়াশোনা করছিলাম তখন বাড়ির বাইরে থেকে একজন আমাকে ডাকে এবং আমি বাড়ির বাইরে যাযই। বাড়ির বাইরে দাঁড়াতেই সেই ছেলেটা আমাকে বলে বন্ধু তোর জন্য একটা সুন্দর গিফট এনেছিলাম। এরপরেই আমি যখন তার দিকে হাত বাড়িয়ে গিফটটা নিতে যাই, তখন একটি কৌটো বের করে সে আমার হাতে অ্যাসিড ছুড়ে দেয়।'
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানে কন্ট্রোল রুম, জেলাভিত্তিক নম্বরগুলি জানুন
নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থী আরও বলে, 'আমার হাতে প্রচণ্ড জ্বালা করতে থাকে এবং আমি যন্ত্রনায় ছটফট করতে থাকি। এরপরেই ছেলেটি অনেক দূরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে করে অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। এবং পরে দেখি ওই ছেলেটি একটি চিঠি ফেলে গিয়েছে বাড়ির দরজার সামনে।” এই ঘটনায় নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ
নাবালিকার মায়ের দাবি, 'নলহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীরা খুব তাড়াতাড়ি ধরা পড়ুক এবং দোষীদের উপযুক্ত সাজা যেন হয় আমাদের এটাই দাবি। তবে আমার মেয়ের মনের অনেক জোর। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমার মেয়ে জখম হাত নিয়েই পরীক্ষায় বসতে চেয়েছিল কিন্তু আমরা ‘রাইটার’ নিয়ে পরীক্ষায় বসার জন্য রাজি করিয়েছি।'
advertisement
নলহাটি থানার পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জোরকদমে তদন্ত শুরু হয়েছে। স্কুলে গিয়ে ওই নাবালিকার বিভিন্ন সহপাঠীদের সঙ্গে কথা বলে জানতে চাওয়া হচ্ছে। অনেক প্রাথমিক বিষয় উঠে আসছে, সেইগুলি তদন্তে অনেকটাই সাহায্য করছে। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে দোষীকে। একটি হুমকি চিঠি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর সেখানে লেখা রয়েছে, ‘তোর উপর হামলা না করলে তুই অনেক দূর চলে যেতিস। সেটা যাতে না হয় তার জন্য তোর উপর হামলা করা হল।’ তবে এত কিছুর পরেও নলহাটির ওই পরীক্ষার্থী নিজের কাজে অবিচল। আবারও সে প্রমাণ করল, মনের জোর থাকলে কোনও কিছুই অসম্ভব নয়।
advertisement
Soutik Chakraborty
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 11:51 AM IST