বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জায়গার উপর থাকা একটি রাস্তায় পাঁচিল দেওয়ার কাজ শুরু করা হয়। যে রাস্তাটিতে পাঁচিল দেওয়ার কাজ শুরু করা হয় সেই রাস্তাটি সুরশ্রীপল্লীর সঙ্গে যোগাযোগের অন্যতম একটি রাস্তা। রাস্তাটি সুরশ্রী পল্লী থেকে দূরদর্শন কেন্দ্রের পাশ দিয়ে লজ মোড় আসে। এর আগেও এই রাস্তাটি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে। তবে পরবর্তীতে সেই পাঁচিল ভেঙ্গে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক হস্তক্ষেপে। সেই জায়গাতে এদিন পুনরায় পাঁচিল দেওয়ার প্রচেষ্টা চালায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
তবে এই রাস্তাটি বিশ্বভারতী কর্তৃপক্ষ পুনরায় বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতেই স্থানীয় বাসিন্দারা সেখানে জমা হন এবং তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিশ্বভারতীর অন্যান্য আধিকারিকরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গেও বেশ কিছুক্ষণ ধরে এলাকার বাসিন্দাদের বাকবিতণ্ডা হয়।
আরও পড়ুন: জন্মদিনের পার্টি থেকে আর ফেরা হল না দুই বন্ধুর! গভীর রাতে ঘটল মর্মান্তিক ঘটনা
স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের কাছে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে এই রাস্তাটি তারা কোনভাবেই বন্ধ করতে দেবেন না। অন্যদিকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী স্থানীয় বাসিন্দাদের এই রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে বারবার বলতে থাকলে স্থানীয় বাসিন্দারা অবস্থানে বসার কথা জানান। এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচিল দেওয়ার কাজ বন্ধ হয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ সরাসরি ভাবে কিছু না বললেও সূত্র জানা যাচ্ছে আগামী ১৭ নভেম্বর এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Madhab Das