Midnapore News: জন্মদিনের পার্টি থেকে আর ফেরা হল না দুই বন্ধুর! গভীর রাতে ঘটল মর্মান্তিক ঘটনা 

Last Updated:

Midnapore News: ১৬-১৭ বছরের দুই যুবক! বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল। তবে সেখান থেকে আর ফেরা হল না তাদের! ঘটল মর্মান্তিক ঘটনা! জানুন

পথ দুর্ঘটনায় মৃত দুই যুবক 
পথ দুর্ঘটনায় মৃত দুই যুবক 
#পশ্চিম মেদিনীপুর: ভয়াবহ বাইক দুর্ঘটনা জেলা শহর মেদিনীপুরে! মাত্র ১৬-১৭ বছরের দুই বন্ধু অকালেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোর রাতে (রাত্রি দু'টো-আড়াইটা নাগাদ) দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরের চকে, রাজ্য সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত্রি আড়াইটা নাগাদ দুই বন্ধু বাইকে করে খড়্গপুরের দিক থেকে মেদিনীপুর শহরে (নিজেদের বাড়ির উদ্দেশ্যে) ফিরছিলেন। রামকৃষ্ণ মিশন ও জগন্নাথ মন্দির চকের ঠিক সংযোগস্থলে (সামান্য টার্নিং এলাকায়) বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খুঁটি বা পোস্টে সজোরে ধাক্কা মেরে নর্দমার পাশে পড়ে যান।
দুর্ঘটনার সেই আওয়াজ কয়েকজন স্থানীয় বাসিন্দার কানে যায়। তাঁরাই কোতোয়ালি থানায় খবর দিলে, ভোর ৩টা নাগাদ পুলিশ পৌঁছে তাঁদের সংজ্ঞাহীন ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। চিকিৎসকেরা অবশ্য মৃত ঘোষণা করেন! দুই কিশোরের নাম যথাক্রমে- রূপম চ্যাটার্জি (১৭) ও দেবব্রত কর (১৬)। রূপমের বাড়ি পাটনা বাজার সংলগ্ন জুগনুতলা এলাকায় এবং দেবব্রত'র বাড়ি ভোলা ময়রার চকে বলে জানা গেছে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে গভীর রাতে খড়্গপুরের দিক থেকে ফিরছিলেন। বাইকের গতি তীব্র ছিল এবং মাথায় হেলমেট ছিল না বলেই প্রাথমিক অনুমান! তাঁদের সামনে পেছনে আরও কোনও বন্ধু বান্ধব বাইকে ছিলেন কিনা, তাও নিশ্চিতভাবে জানা যায়নি। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, "জগন্নাথ মন্দির চকের ঠিক কাছেই দুর্ঘটনাটি ঘটে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে, একটা বিকট আওয়াজ পেয়েছিলেন স্থানীয়রা। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ছেলে দুটি পড়ে গিয়েছিল না অন্য কোনও গাড়ি বা বাইকের ধাক্কায় হয়েছে তা পুলিশি তদন্তের শেষে বোঝা সম্ভব। স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ দ্রুত পৌঁছে তাঁদের মেদিনীপুর মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
Partha Mukherjee 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: জন্মদিনের পার্টি থেকে আর ফেরা হল না দুই বন্ধুর! গভীর রাতে ঘটল মর্মান্তিক ঘটনা 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement