TRENDING:

Birbhum News : দাউদাউ করে জ্বলে উঠল আগুন, রাতে বীরভূমের সিউড়ির মাংসের বাজারে ভয়াবহ ছবি, পুড়ল সবজি বাজারও

Last Updated:

বীরভূমের সিউড়ির বেনেপুকুর পাড়া মাংসের বাজারে অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি দোকানঘর , ঘটনায় অগ্নিদ্বগ্ধ এক ব্যাক্তি। চায়ের দোকানে থাকা একটি মিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড বলে অনুমান। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম:  সিউড়ির বেনেপুকুর পাড়া মাংসের বাজারে অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি দোকানঘর , ঘটনায় অগ্নিদগ্ধ এক ব্যাক্তি ভর্তি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবার ভোররাতে হঠাৎই বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙ্গে স্থানীয়দের , ঘর থেকে বেরিয়ে স্থানীয়রা দেখেন চায়ের দোকানে থাকা একটি মিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই চায়ের দোকানে আগুন লেগেছে , ততক্ষনে আগুন ছড়িয়ে পড়ে ওই বাজারে থাকা বেশ কয়েকটি সবজি ও মাংসের দোকানেও ।
advertisement

ঘটনায় অগ্নিদগ্ধ চায়ের দোকানের মালিক , তার নাম জিদান দাস । বয়স ২৪ । চায়ের দোকান সংলগ্ন ঘরে রাতে শুয়ে ছিল সে , তার পরিবারও তাঁর সঙ্গেই থাকে , তবে  শিবরাত্রি থাকায় তার পরিবার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাই ক্ষতি হয়নি পরিবারের অন্য কারও। তবে কিভাবে লাগল আগুন তা এখনও স্পষ্ট নয় ।

advertisement

আরও পড়ুন -  Ranji Trophy: রঞ্জি ফাইনালে লজ্জার হারের পরেই প্রকাশ্যে বাংলা দলের অন্তর্কলহ

স্থানীয় সূত্রে জানা যায় , আগুন আগেই লেগেছে আর সেই আগুনের সংস্পর্শে এসেই ব্লাস্ট করেছিল ছোট সিলিন্ডার আর সেই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণেই আগুন ছড়িয়ে পড়ে চায়ের দোকান সংলগ্ন অন্যান্য দোকানগুলিতে । আরও জানা যায়  ভোররাতে এই আগুন লাগায় খবর দেওয়া হয় দমকলে । তার ঠিক পরেই আগুন সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বীরভূমের সিউড়ি দমকলের দুটি ইঞ্জিন। তারা প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।

advertisement

View More

আরও পড়ুন - Birbhum News: টহলদারির সময় পুলিশ উদ্ধার করল কন্টেনার ভর্তি তাজা বোমা!

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিউড়ি থানার আইসি মহম্মদ আলির নেতৃত্বে বেনেপুকুর বাজারে পৌঁছায় পুলিশ বাহিনী । আহত যুবককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ভর্তি করেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । তবে কিভাবে লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।ঘটনার এলাকায় থাকা বেশ কয়েকটি মাংসের দোকান ও সবজী দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে । ওই এলাকার স্থানীয় বাসিন্দা জানান , " রাত্রি ১২ টা ১৫ নাগাদ জোরে একটা বিস্ফোরণের শব্দ পাই । বাইরে বেরিয়ে দেখি মাংস বাজারের একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ করে লেগেছে আগুন । সঙ্গে  আগুন এতো বেশি ছিলো চায়ের দোকানের পাশে থাকা বেশ কয়েকটি দোকানেও ছড়িয়েছে আগুন । ওই চায়ের দোকানেই থাকতো চা দোকানের মালিক । তাকে আহত অবস্থায় আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরবর্তীতে দমকলে খবর দেওয়া হয় । তারপরই সিউড়ি থানার পুলিশ ও দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । "

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

Supratim Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : দাউদাউ করে জ্বলে উঠল আগুন, রাতে বীরভূমের সিউড়ির মাংসের বাজারে ভয়াবহ ছবি, পুড়ল সবজি বাজারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল