Ranji Trophy: রঞ্জি ফাইনালে লজ্জার হারের পরেই প্রকাশ্যে বাংলা দলের অন্তর্কলহ

Last Updated:

Ranji Trophy: পছন্দের নয়, প্রয়োজনের দল ফাইনালে খেলানো উচিত ছিল

রনজি ট্রফিতে বাংলা ক্রিকেট দল
রনজি ট্রফিতে বাংলা ক্রিকেট দল
কলকাতা:  ইডেনে ঘরের মাঠে রঞ্জি ফাইনালে লজ্জার হার। ফাইনাল হেরেই প্রকাশ্যে দলের ড্রেসিংরুমের অসন্তোষ। ফাইনালে বাংলার প্রথম একাদশ নিয়ে যে মতপার্থক্য ছিল তা স্পষ্ট করে জানিয়ে দিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, পছন্দের দল করে কি হলো? প্রয়োজনের দল করতে হতো। ফাইনালের বাংলার প্রথম একাদশ ঠিক হয়নি।
আবার আরেক ক্রিকেটার বলছেন, কিছুই বলার নেই আমরা প্রথম দিন ৩০ মিনিটেই ম্যাচ হেরে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম টস জিতে বোলিং করব। কিন্তু টস হারলে কি হত হয়তো আমাদের প্ল্যানে ছিল না। আরও একটা ঘরোয়া মরসুম কেটে গেল। বাংলা ক্রিকেটের ফের সঙ্গী হল ব্যর্থতা। টি-টোয়েন্টি টুর্নামেন্টে নকআউট বিজয় হাজারেতে গ্রুপ পর্ব আর রঞ্জিতে রানার্স।
advertisement
advertisement
মুম্বইয়ের পর দিল্লির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক ১৫ বার রঞ্জি ফাইনাল খেলেও ৩২ বছরের ট্রফি খরা কাটাতে পারল না বাংলা। ফাইনালে ফের কেঁপে গেল বাংলা ক্রিকেট দল। ফাইনালের প্রত্যেকদিন প্রত্যেকটা সেশনে বাংলার থেকে এগিয়েছিল সৌরাষ্ট্র দল। একবারের জন্য ম্যাচে প্রাধান্য দেখাতে পারিনি বাংলা। ক্লাব ক্রিকেটে কোনদিন ওপেনিং না করা ৩২ বছরের সুমন্ত গুপ্তকে কোন যুক্তিতে ফাইনালে ওপেনিং করাল বাংলা দল। ‌ ক্লাব ক্রিকেটে বড়িশা দলের হয়ে খেলা সুমন্ত অধিনায়কের নাকি পছন্দের পাত্র। অধিনায়ক মনোজ নাকি চেয়েছিলেন সুমন্তকে ফাইনালে খেলাতে।
advertisement
কোচ লক্ষ্মীরতন শুক্লা অধিনায়কের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন কারণ প্রদীপ্ত প্রামাণিকের পরিবর্তে আকাশ ঘটককে তিনি ফাইনালে খেলাতে চেয়েছিলেন চতুর্থ পেসার হিসেবে। তবে ফাইনাল দেখতে আসা বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার প্রকাশ্যেই বলে দিচ্ছেন, বাংলা দল আসলে নয় জন নিয়ে খেলতে নেমেছিল। এমনকি আকাশ, সুমন্তর ফাইনালে প্রথম একাদশে খেলানো নিয়ে নির্বাচক কমিটির সঙ্গে মতপার্থক্য হয়েছিল টিম ম্যানেজমেন্টের।
advertisement
মনোজ তিওয়ারি ও লক্ষ্মীরতন শুক্লা মনোজ তিওয়ারি ও লক্ষ্মীরতন শুক্লা
নির্বাচক কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল কৌশিক ঘোষকে ফাইনালে খেলানো হোক। কিন্তু কোচ এবং অধিনায়ক কেউই রাজি হননি। দলের সঙ্গে থাকা কাজীকেও খেলানোর পক্ষে ছিল না কেউই। করণলালকে খেলানোর ইস্যুতে কোচ কিছুটা রাজি থাকলেও অধিনায়ক নাকি রাজি ছিলেন না। তাই শেষ পর্যন্ত সুমন্ত গুপ্তকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
সূত্রের খবর, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নাকি আকাশ ঘটকের পরিবর্তে সেমিফাইনাল ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রদীপ্ত প্রামানিককে খেলানোর পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু দলের টিম ম্যানেজমেন্ট রাজি হয়নি। এমনকি সিএবি কর্তারা অনেকে উইকেটে ঘাস রাখতে রাজি ছিলেন না। কিন্তু টিম ম্যানেজমেন্ট সবুজ উইকেট চেয়েছিল। সিএবির এক কর্তা জানান, আমরা সৌরাষ্ট্রের শক্তি অনুযায়ী পিচ তৈরি করেছিলাম। তাই যা হওয়ার হয়েছে। অন্যদিকে আবার রঞ্জি ফাইনাল ঘিরে সিএবির যে আয়োজন তা প্রথম থেকেই বাংলা টিম ম্যানেজমেন্ট ভালোভাবে নেয়নি।‌ ট্রফি জয়ের আগে থেকেই এত আলো ফুলের সজ্জা সঠিক ছিল না বলে মনে করেন টিম ম্যানেজমেন্টের লোকজন। সব মিলিয়ে রঞ্জি ফাইনাল হারার পরেই প্রকাশ্য ড্রেসিংরুমের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।
advertisement
ERON ROY BURMAN
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy: রঞ্জি ফাইনালে লজ্জার হারের পরেই প্রকাশ্যে বাংলা দলের অন্তর্কলহ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement