দিল্লি: কে এল রাহুল আর কতদিন টেস্ট দলে থাকবেন এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছিলেন তারা রাহুলকে ছেঁটে ফেলতে তাড়াহুড়ো করতে চান না। অর্থাৎ টেস্টে শুভমন গিল এখনই ঢুকছেন না সেটা স্পষ্ট ছিল। গিল ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার দুর্দান্ত খেলেছিলেন। গাব্বায় ৯১ রান করেছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ টেস্ট ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে যে দল ঘোষণা করা হয়েছে, তাতে সহ-অধিনায়ক হিসেবে কাউকে চিহ্নিত করা হয়নি। অথচ দিন কয়েক আগেই শ্রেয়স আইয়ারকে যখন দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছিল বিসিসিআই, তখন রাহুলের নামের পাশে সহ-অধিনায়ক জ্বলজ্বল করছিল। খারাপ ফর্মের জেরে কি টেস্টে দলের সহ-অধিনায়কত্ব গেল কেএল রাহুলের?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য ভারতের দল ঘোষণার পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার দিল্লিতে দ্বিতীয় টেস্টের পর রোহিত জানান, যে খেলোয়াড়দের প্রতিভা আছে বলে মনে করা হয়, তাঁদের বেশি সময় খেলার সুযোগ দেওয়া হয়। রোহিত বলেন, এটা শুধু কেএলের (রাহুল) ক্ষেত্রে প্রয়োজ্য নয়, এটা সকলের ক্ষেত্রে প্রয়োজ্য হবে।
🚨 NEWS 🚨: India squads for last two Tests of Border-Gavaskar Trophy and ODI series announced. #TeamIndia | #INDvAUS | @mastercardindia More Details 🔽https://t.co/Mh8XMabWei
— BCCI (@BCCI) February 19, 2023
রোহিত বলেন, ‘ভারতের বাইরে ও যে দুটি শতরান করেছে, সেটার দিকে যদি দেখেন, তাহলে ওটা কেএল রাহুলের অন্যতম সেরা ইনিংস। বিশেষত লর্ডসের ওই পিচের । ইংল্যান্ডে খেলা একেবারেই সহজ নয়। ও ওখানে দুর্দান্ত খেলেছিল এবং শতরান করেছিল।
কিন্তু ভারতীয় ক্রিকেট সমর্থকরা প্রশ্ন তুলছেন রাহুলকে এভাবে টেনে যাওয়ার মানে নেই। আজকেই রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র। দুর্দান্ত বল করেছেন অধিনায়ক জয়দেব উনাদকাট। তাকে একদিনের দলে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টের দল
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, KL Rahul