TRENDING:

Birbhum News: জেলায় রয়েছে ২৬ প্রজাতির সাপ! তাদের থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় বাতলালেন দীনবন্ধু

Last Updated:

বর্ষাকালে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গা থেকে বিষধর, নির্বিষ নানা ধরনের সাপ উদ্ধার হচ্ছে। একের পর এক জায়গা থেকে এই সাপ উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াচ্ছে আমজনতার মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বর্ষাকালে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গা থেকে বিষধর, নির্বিষ নানা ধরনের সাপ উদ্ধার হচ্ছে। একের পর এক জায়গা থেকে এই সাপ উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াচ্ছে আমজনতার মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস বীরভূমে কত রকমের সাপ রয়েছে এবং কোনটি বিষধর ও কোনটি নির্বিষ সম্পর্কে জানানোর পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখার উপায় জানিয়েছেন। বীরভূমে মোট ২৬ প্রজাতির সাপ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এই ২৬ প্রজাতির সাপ থাকলেও মাত্র চার ধরনের সাপ বীরভূমের রয়েছে যাদের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে, যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়।
advertisement

এই চার ধরনের সাপ হলো গোখরো বা খরিস, আলান বা কেউটে, ডোমনা চিতি বা কালাচ এবং চন্দ্রবোড়া। এছাড়াও বিষধর সাপ হিসেবে রয়েছে শাঁখামুটি। যদিও এই সাপ কামড়ায় না বলেই জানিয়েছেন দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও পাঁচ রকম ক্ষীণবিষ সাপ রয়েছে যাদের কামড়ে মানুষের কিছু হয় না। সেই সাপগুলি হল লাউডগা, কাল নাগিনী, ব্রাউন ভাইন স্নেক, ইনি এবং সিববল স্মুথ স্কেল ওয়াটার স্নেক। বর্ষার সময় বৃষ্টির কারণে মাঠ ঘাটে ইঁদুরের গর্তে জল ঢুকে যাওয়ার কারণে ইঁদুর সেই সকল গর্ত থেকে বেরিয়ে পড়ে।

advertisement

আরও পড়ুনঃ পুজোর আগে ১০১ কোটি ৯৬ লক্ষ টাকা ঋণ পেলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

আবার সেই সকল গর্তে থাকা সাপও বেরিয়ে পড়ে। এই সময় মূলত খাবারের সন্ধানেই সবচেয়ে বেশি সাপদের লোকালয়ে ঢুকে যেতে দেখা যায়। এই পরিস্থিতিতে সাপেদের থেকে সুরক্ষিত থাকার জন্য রাতে বের হলে অবশ্যই হাতে টর্চ রাখার পরামর্শ দিয়েছেন দীনবন্ধু বিশ্বাস। বিষধর সাপ যেহেতু গভীর রাতে বের হয় তাই ঘুমানোর সময় ভালো করে মশারি টাঙ্গাতে হবে এবং সেই মশারি বিছানার নিচে গুঁজে রাখতে হবে।

advertisement

View More

আরও পড়ুনঃ সাত মাস ধরে বেতন পাচ্ছেন না ইরিগেশন কলোনির সিকিউরিটিরা

এছাড়াও যে সকল জায়গা থেকে সাপ ঢোকার সম্ভাবনা রয়েছে সেই সকল জায়গায় ব্লিচিং পাউডার কার্বলিক অ্যাসিড ইত্যাদি দিতে হবে এবং নজর রাখতে হবে সেগুলি যাতে বৃষ্টিতে ধুয়ে না যায়। দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন সবচেয়ে বড় বিষয় হল, সাপে কামড়ালে সেই সাপ বিষধর না নির্বিষ তা দেখার আগেই হাসপাতালে যেতে হবে চিকিৎসার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: জেলায় রয়েছে ২৬ প্রজাতির সাপ! তাদের থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় বাতলালেন দীনবন্ধু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল