বীরভূম জেলাশাসক বিধান রায় এদিন তার প্রারম্ভিক বক্তব্য রাখার সময় জেলার লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি তুলে ধরেন কেন বীরভূমের এই বাউল গান আজ বিশ্বের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। জেলাশাসকের কন্ঠে এমন বাউল শিল্পীদের প্রশংসায় দর্শকাসনে বসে থাকা বাউল শিল্পীরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।
আরও পড়ুনঃ প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল! পুকুর ভরাটের অভিযোগ রামপুরহাটে
advertisement
অন্যদিকে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে খুশি বাউল শিল্পীরা এবং অন্যান্য শিল্পীরা। তাদের কথায়, 'এই কর্মশালায় জেলার তিনটি মহকুমা থেকে বাউল শিল্পীরা এসে অংশগ্রহণ করলেও বীরভূম জেলাশাসক বিধান রায় যেভাবে 'মিলন হবে কত দিনে গানটি' গাইলেন, তা শুনে আমরা রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছি।
আরও পড়ুনঃ স্কুল ঘর তৈরি হয়ে পড়ে ন'বছর, এখনও চালু হল না ক্লাস!
এত সুন্দর সুরেলা গলায় এইভাবে তিনি যে গান গেয়ে ফেলবেন তা ভাবতেও পারিনি।' এর পাশাপাশি আগত শিল্পীদের তরফ থেকে জানানো হয়, এই ধরনের কর্মশালার আয়োজনের ফলে বাউল শিল্পী ছাড়াও অন্যান্য শিল্পী যেমন ভাদু শিল্পী সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে মেলবন্ধনের একটি জায়গা তৈরি হয়।
Madhab Das