দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যশপুর, পছিয়ারা, খোঁয়াজ মহম্মদপুর সহ বিভিন্ন গ্রামে অবৈধ পোস্ত চাষ রুখতে দুবরাজপুর থানার পুলিশ ও আবগারি দফতর বিশেষ অভিযানে নামলেন। ওই এলাকার কোন জমিতে পোস্ত চাষ করা হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান দুবরাজপুর থানার আধিকারিক ও আবগারি দফতরের আধিকারিকরা। প্রসঙ্গত, বছর কয়েক আগে দুবরাজপুর ও খয়রাশোল এলাকা জুড়ে ব্যাপকভাবে অবৈধ পোস্ত চাষ করা হত। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পোস্ত ফলের রস থেকে তৈরি করা হত ব্রাউন সুগার সহ বিভিন্ন মাদক দ্রব্য।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন ১৫ দিনে, এরই মাঝে পড়ুয়াদের হেনস্থার অভিযোগ!
তারপরই পোস্ত চাষের বিরুদ্ধে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তীতে দুবরাজপুর, খয়রাশোল সহ সম্পূর্ণ বীরভূম জেলা জুড়ে পোস্ত চাষ বন্ধ হয়েছে। তবে এরপরেও যাতে কোথাও কোনরকম ফাঁকফোকর না থাকে তার জন্য এমন অভিযান চালানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষদের সচেতন করা হচ্ছে। এই অভিযান এবং সচেতনতার মধ্য দিয়েই জেলা থেকে পোস্ত চাষ নির্মূল করা যাবে বলে আশা করা হচ্ছে প্রশাসনিক কর্তাদের তরফ থেকে।
Madhab Das