মূলত দিন দিন যেভাবে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে তাতে নষ্ট হচ্ছে পরিবেশ। প্লাস্টিকের ব্যবহারের ফলে নদীর আকার দিন দিন ছোট হচ্ছে। অনাবৃষ্টির কারণে চাষিরা আত্মহত্যা পর্যন্ত করছেন অনেক জায়গায়। সেই সমস্ত কথা মাথায় রেখে পরিবেশ রক্ষায় তাদের এই ভাবনা।
আরও পড়ুন: এ যেন ইরানের মাখুনিক গ্রাম! ‘ছোট’ মানুষরা উঠে এল পুজোর থিমে
advertisement
মোট আট থেকে নয় লক্ষ টাকা খরচে পুজোর থিম গড়ে তোলা হচ্ছে। মণ্ডপে প্লাস্টিকের বোতল ও ক্যারিব্যাগ এর তৈরি সমস্যার কথা দুলে ধরা হয়েছে বোতল ও এই ক্যারিব্যাগের মাধ্যমেই। অভিনব পদ্ধতিতে এি বার্তা মানুষের মন কাড়বে বলেই আশা করছেন কমিটির কর্মকর্তারা। পুরো মণ্ডপ সজ্জায় পরিবেশ রক্ষার বার্তা হচ্ছে এখানে।
আরও পড়ুন: আট বছরের সুপ্রিয় দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাল সবাইকে
বীরভূমের এই পুজো দেখতে প্রত্যেক বছরই হাজার হাজার মানুষের ভিড় জমান। পরিবেশ সচেতনতায় কোনও না কোনও থিম প্রায় প্রতি বছরই করে থাকে এই ক্লাব। এই পুজো দেখতে জেলার বাইরে ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসেন এখানে। এবছর পুজো 63 তম বর্ষে পড়ল।
সৌভিক রায়