সোশ্যাল মিডিয়ার আর্শিবাদে বাদাম বিক্রেতা থেকে রাতারাতি সেলিব্রিটি হয়েছেন বীরভূমের ভূবন বাদ্যকর। তাঁর কাঁচা বাদাম গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। একের পর টিভি শোতে তাঁকে আনা হয়েছে। একাধিক গানও তিনি ইতিমধ্যেই গেয়ে ফেলেছেন। এরই মাঝে দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে নিজের জন্য আলিসান বাড়িও বানান তিনি। তবে এতকাল তাঁকে সাধারণত গায়ক হিসাবে দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: জেলায় শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প ! প্রথম দিনে কী ঘটলো জানুন
আরও পড়ুন:
কিন্তু সেই ভুবন বাদ্যকর এবার দেখা যাবে সিরিয়ালের পর্দায়। ভুবন বাবু জানান, মাস তিনেক আগে তিনি শুটিং করে এসেছেন। ওই সিরিয়ালে তাঁকে মেয়ের বাবা হিসাবে পাঠ করতে হয়েছে। যেখানে তিনি প্রেম করে বিয়ের বিরোধী। অথচ তাঁর মেয়ে প্রেম করে বিয়ে করার চেষ্টা করবেন। সেই নিয়েই পুরো গল্প। তিনি আরও জানান, দু'দিন ধরে তাঁর শুটিং হয়। তার বিনিময়ে তিনি প্রায় ৪০ হাজার টাকাও পেয়েছেন। ভুবন বাবুর কথায়, " মানুষের আর্শিবাদে আমার গান সকলের মন হয় করেছে। সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি। এখন অভিনয়ের সুযোগ পেয়েছি। আগামী দিনে এরকম সুযোগ এলে আমি অভিনয় করে যাব।"
Subhadip Pal