Birbhum news: জেলায় শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প ! প্রথম দিনে কী ঘটলো জানুন

Last Updated:

Birbhum news: জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর মোট ২৭৮৫ টি দুয়ারে সরকার শিবির হবে জেলায়।

+
শুরু

শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প

বীরভূম: আজ থেকে জেলায় শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প। সেই নিয়েই শুক্রবার বিকেলে জেলা শাসক বিধান রায় একটি সাংবাদিক বৈঠক করেছেন জেলা প্রশাসনে ভবনে। শিবিরের প্রথম দিনেই ভাল ভিড় হতে দেখা গিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে ক্যাম্প তো হবেই। পাশাপাশি জেলার যে সমস্ত এলাকার বৃদ্ধ বৃদ্ধারা ক্যাম্পে আসতে পারছেন না দূরত্বের জন্য। তাঁদের জন্য মোবাইল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর মোট ২৭৮৫ টি দুয়ারে সরকার শিবির হবে জেলায়। যেখানে গত পাঁচ দফায় প্রায় ১১ হাজার শিবির হয়েছিল। সেখানে এবছর সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: এমন চোর জীবনেও দেখেননি! শান্তিপুরে মালিককে পথের ভিখারি বানিয়ে দিল সেই চোর
advertisement
জেলা প্রশাসনের কর্তারা জানান, রাজ্য সরকারের অন্যতম সার্থক কর্মসূচি হল এই দুয়ারে সরকার শিবির। যে শিবিরের মাধ্যমে এই গুচ্ছ সুবিধা পেয়েছেন রাজ্যবাসী। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবিরের কথা ঘোষণা করেন। সেই মত এদিন থেকে জেলায় শিবির শুরু হল।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: জেলায় শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প ! প্রথম দিনে কী ঘটলো জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement