Bangla News: এমন চোর জীবনেও দেখেননি! শান্তিপুরে মালিককে পথের ভিখারি বানিয়ে দিল সেই চোর

Last Updated:

Bangla News: ওই ব্যাটারির দোকানের মালিক জানিয়েছেন, এদিন সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন গ্রিল খোলা, গ্রিল খোলা দেখে সন্দেহ হয় তার।

+
ব্যাটারি

ব্যাটারি চুরি!

শান্তিপুর: পুরনো ব্যাটারিও ছাড়ল না চোর। ব্যাটারির দোকানে চোরের হানা, প্রায় ৫০হাজারটাকার ব্যাটারি চুরি করে নেয় দুষ্কৃতীরা। এবার কোনও গৃহস্থকারী নয়, ব্যাটারীর দোকানে চোরের হানা। প্রায় ৫০হাজার টাকার পুরনো ব্যাটারি চুরি করে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের শ্যামবাজার সংলগ্ন একটি ব্যাটারির দোকানের।
ওই ব্যাটারির দোকানের মালিক জানিয়েছেন, এদিন সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন গ্রিল খোলা, গ্রিল খোলা দেখে সন্দেহ হয় তার। এরপর ভেতরে ঢুকে দেখেন দুটি বস্তার ভেতরে মজুদ করা ছিল পুরনো ব্যাটারি, সেই বস্তা দুটি নেই।
advertisement
advertisement
এছাড়াও দোকানের অন্যান্য আসবাবপত্র চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন দোকানদার। তবে চুরি হয়ে যাওয়া আসবাবপত্রের মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করছেন দোকানদার। ঘটনা শান্তিপুর থানার পুলিশকে জানাতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এরপর চুরির ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে।
advertisement
তবে শান্তিপুরের প্রাণকেন্দ্রের মতো জায়গায় এইভাবে চুরির ঘটনায় অনেকটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে অন্যান্য দোকানদারদের মধ্যে। যদিও চুরির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
----Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: এমন চোর জীবনেও দেখেননি! শান্তিপুরে মালিককে পথের ভিখারি বানিয়ে দিল সেই চোর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement