ভুবনবাবুর দাবি, ইলামবাজার এলাকার বাসিন্দা গোপাল ঘোষ ৩ লক্ষ টাকা দিয়ে তাঁর গান কিনলেও সেই লেনদেনের কী শর্ত রয়েছে তা স্পষ্ট ছিল না। তাঁর কথায়, গান থেকে আয় হওয়া ৬০ শতাংশ মুনাফা পাওয়ার কথা ছিল তাঁর। বাকি ৪০ শতাংশ পাবে কোম্পানি।
আরও পড়ুন : বাড়ছে গাড়ি, যানজট এড়াতে ২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে
advertisement
কিন্তু, গান থেকে আয়ের শতাংশ তো দূর, এক পয়সাও নাকি পাচ্ছেন না তিনি। সেই নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
উল্লেখ্য, বছর খানেক আগে কাঁচা বাদাম গানে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে দেশখ্যাত হয়ে ওঠেন ভুবন বাদ্যকর। সাইকেল নিয়ে কাঁচা বাদাম বিক্রেতা থেকে রাতারাতি হয়ে ওঠেন সেলিব্রিটি। কিন্তু সেই গানই তাঁর নিজের নেই। ফলে বিপাকে পড়েছেন তিনি। সমস্যা সমাধানে সহায়তার আবেদনও জানান তিনি।
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 4:25 PM IST