বুধবার ব্যারাকপুর আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকায় একটি সোনার দোকানে বুধবার সন্ধ্যায় অতর্কিতে হামলা চালায় এক দল ডাকাত। পুলিশ সূত্রে খবর, তিন থেকে চার জন দুষ্কৃতি ওই ডাকাত দলে ছিল। তারা দোকান থেকে সোনার গয়না হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
বাধা পেয়ে গুলি চালায় তারা। গুলি লেগেছে তিন জনের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানের মালিকের পুত্র নীলাদ্রি সিংহের। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত নেমে পুলিশ সূত্র মারফত জানতে পারে যে এক অভিযুক্ত মুরারই স্টেশনে আছে। এরপরেই এদিন সকালে ব্যারাকপুর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে ধৃত মুরারইয়ে কেন ছিল, কোথাও যাচ্ছিল না এখানে গা ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। সেই নিয়ে কোনও স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
advertisement
শুভদীপ পাল
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 3:36 PM IST