Dining Room Vastu Tips: কোন দিকে মুখ করে খেলে ফেরে অর্থভাগ্য, সুস্থ থাকে শরীর? বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Dining Room Vastu Tips: বাড়িতে সুখ-শান্তি ও পজিটিভ এনার্জি বজায় রাখতে ডাইনিং রুমের বাস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দিকে মুখ করে খাবেন, জল পানের সঠিক নিয়ম কী এবং খাবার টেবিলে কোন ভুলগুলো করা উচিত নয়
advertisement
1/5

সাধের বাড়িটি যেমন হোক না কেনও,বাড়ির মধ্যে খাবারের জায়গাটা থাকে সবার পরিষ্কার পরিচ্ছন্ন। বাস্তুশাস্ত্র এর সাহায্যে জেনে নিন ডাইনিং রুমের কোথায় কী রাখবেন। কোথায় কোন জিনিসটি রাখবেন না? ডাইনিং রুম অর্থাত্‍ খাওয়ার ঘর আমাদের বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। অনেক সময় এখানে বসেই বাড়ির বিভিন্ন দরকারি বিষয়ে আলোচনা করেন পরিবারের সদস্যরা। তাই ডাইনিং রুমে পজিটিভ এনার্জি থাকা খুবই জরুরি। এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন গোলক মহারাজ। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
বাস্তুশাস্ত্র মতে খাবার খাওয়ার সময় ব্যক্তির মুখ থাকতে হবে সর্বদা উত্তর দিকে। সে সময় জলের গ্লাস রাখুন নিজের ডান হাতের কাছে। অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসে খাবার খেলে পূর্ব দিকে জলের গ্লাস রাখুন। অন্য দিকে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে খাবার খেলে ডান হাতে জলের গ্লাস রাখলে পজেটিভ এনার্জি আসে বাড়িতে।
advertisement
3/5
তিনি আরও জানান কোনও পিড়ির ওপর খাবারের থালা রেখে কুশের আসনে পা মুড়ে বসে খাবার খাওয়া উচিত। কাসার থালায় ভোজন করা উচিত না। খাবার খাওয়ার সময় মৌন থাকলে লাভ অর্জন করতে পারেন। খাবার গ্রহণ করার সময় বেশি কথা বলা উচিত না। খাবারের ঘরে বসেই খাবার খাবেন।
advertisement
4/5
সপ্তাহের অন্তত একদিন পরিবারের সকল সদস্যের সঙ্গে মিলে এক সঙ্গে বসে খাবার খাওয়া শুভ। প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময় ভোজন করা উচিত। সূর্যাস্তের পর ভোজন ও জল ত্যাগ করা শ্রেয়। ভোজনের আগে জল পান করা উচিত। খাবার খাওয়ার মাঝখানে মধ্য ও ভোজনের পর জল পান করা উচিত না।
advertisement
5/5
খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর জল পান করা উচিত। খাবার খাওয়ার পর থালা বা পাতায় হাত ধুলে তাকে ভোজনের অপমান হিসেবে গণ্য করা হয়। খাবার খেয়ে বসে না থেকে উঠে থালা ধুয়ে নির্দিষ্ট জায়গায় রাখুন। জল বসে পান করা উচিত। দাঁড়িয়ে বা হাঁটা-চলা করে জল পান করলে ব্লাডার ও কিডনির ওপর চাপ পড়ে।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dining Room Vastu Tips: কোন দিকে মুখ করে খেলে ফেরে অর্থভাগ্য, সুস্থ থাকে শরীর? বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন