হোম /খবর /দেশ /
ফের ইডি-সিবিআই তলবের আশঙ্কা...? কুন্তলের 'চিঠি' মামলায় অভিষেককে সাময়িক 'স্বস্তি'

Abhishek Banerjee ||Scam: ফের ইডি-সিবিআই তলবের আশঙ্কা...? কুন্তলের 'চিঠি' মামলায় অভিষেককে সাময়িক 'স্বস্তি' সুপ্রিম কোর্টে

অভিষেককে ফের ইডি-সিবিআই তলবের আশঙ্কা

অভিষেককে ফের ইডি-সিবিআই তলবের আশঙ্কা

Abhishek Banerjee ||Scam ||Supreme Court: ২৫ লক্ষ টাকা জরিমানা কি দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আজ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কুন্তল ঘোষের চিঠি মামলার শুনানিতে জরিমানায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

  • Share this:

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় একটি চিঠি ঘিরে নাম উঠে এসেছে তৃণমূলের  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চে কুন্তল ঘোষ চিঠি মামলার শুনানি হয় আজ।

শিক্ষক কেলেঙ্কারি মামলায় কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। হাইকোর্টের এই নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তবে শুক্রবার সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ‘ORS’ না নুন-চিনির জল? গরমে কোনটা খেলে বেশি উপকার? কী ভাবে খাবেন? রইল বিশেষজ্ঞের মত

আরও পড়ুন: বিস্ফোরক অর্জুন সিং…! ‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না…’ তৃণমূল সাংসদের কটাক্ষে তোলপাড়!

তবে হাই কোর্টের নির্দেশমতো ২৫ লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। যার অর্থ এখনই অভিষেককে ২৫ লক্ষ টাকা দিতে হবে না। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই ধার্য হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সৌমেন নন্দী মামলার শুনানিতে ২৫ লাখের জরিমানা ওপর স্থগিতাদেশ দিযেছে শীর্ষ আদালত। তবে একই সঙ্গে আদালত জানিয়েছে এক্ষেত্রে সিবিআই, ইডি তদন্ত বাধাহীন। সুপ্রিম কোর্টে ফের মামলাটি ১০ জুলাই শোনা হবে। অর্থাৎ এই মামলায় পরবর্তী শুনানির আগে কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Abhishek Banerjee, Scam, Supreme Court