Arjun Singh: বিস্ফোরক অর্জুন সিং...! '৪০ কেজির ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না...' তৃণমূল সাংসদের কটাক্ষে তোলপাড়!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Arjun Singh: এবার জোরালো কটাক্ষ শোনা গেল তৃণমূল নেতা অর্জুন সিং-এর গলায়। কী বললেন সাংসদ? অস্বস্তিতে শাসকদল? বঙ্গ রাজনীতি তোলপাড়।
ব্যারাকপুর: দিনের আলোয় ব্যস্ত সময় রাস্তায় শয়ে শয়ে লোক। সেই সময়ই দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা। বাধা পেয়ে গুলি। তারপরেই অপরাধী ধরতে পুলিশের ভূমিকা নিয়ে জোরালো কটাক্ষ শোনা গেল তৃণমূল নেতা অর্জুন সিং-এর গলায়। বলছেন, হয় পুলিশের যোগসাজস আছে, নাহলে পুলিশ ব্যর্থ। নাহলে এধরণের ঘটনা ঘটতেই পারে না। ব্যারাকপুর নিয়ে অর্জুন সিং এর মন্তব্যে কি এবার অস্বস্তিতে দল?
বুধবার ভর সন্ধ্যায় ব্যারাকপুরের আনন্দপুরীতে দুষ্কৃতীর গুলিতে খুন হন স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহ। খুনের ঘটনা ঘিরে এরপরেই উত্তাপ চড়েছে বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবারই শুটআউট কাণ্ডে টিটাগড় থানাকে নিশানা করেছেন সাংসদ অর্জুন সিং। পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপি ফেরত তৃণমূল নেতা।
advertisement
advertisement
দিন দিন দুষ্কৃতীর দৌরাত্ম্য বাড়ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। অন্যদিকে, বোমাবাজি, খুনের মতো পরপর ঘটতে থাকা ঘটনায় এবার পুলিশকে কাঠগড়ায় তুললেন শাসকদলের নেতা। তার অভিযোগ, প্রকৃত অপরাধী ধরা পড়ছেন না। অনেকের মাথার ওপর রাজনৈতিক নেতাদের হাত আছে। নেতাদের ছত্রছায়ায় তাদের ধরতে পুলিশ আরও ব্যর্থ হচ্ছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পুলিশের ভূমিকা সঠিক নয়। পুলিশ-প্রশাসনের উপর মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে আমাদের দলের ক্ষতি হবে।’’
advertisement
দুঃখ প্রকাশ করে নেতা বলেন, ‘‘আগেকার সময় পুলিশদের দেখে অপরাধীরা অপরাধ করতে ভয় পেত। কিন্তু এখনকার পুলিশ অফিসারেরা অপরাধীদের শায়েস্তা করতে ব্যর্থ। ছোট ছোট বিষয় পুলিশের একাংশ অতি সক্রিয়। কিন্তু অপরাধীরা মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে। আর এসব নিজের চোখে দেখেও আমরা কিছু করতে পারছি না।’’
advertisement
এখানেই থেমে থাকেননি তিনি। সরাসরি পুলিশের শারীরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করে নেতা বলেন, ‘‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না। সে আবার অপরাধীদের ধরতে পারে নাকি! কিছু লোক এদের পরিচালনা করছে। এতে আখেরে পার্টির ক্ষতি হচ্ছে। অপরাধীরা মুক্ত ভাবে বিচরণ করছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 8:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arjun Singh: বিস্ফোরক অর্জুন সিং...! '৪০ কেজির ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না...' তৃণমূল সাংসদের কটাক্ষে তোলপাড়!