TRENDING:

Joydev Mela 2026: জয়দেব মেলায় গিয়েছেন অথচ এই আশ্রমে যাননি! চেনা মেলার পাশেই এক অচেনা শিল্পপুরী, কীভাবে যাবেন জেনে নিন

Last Updated:
Joydev Kenduli Mela 2026: জয়দেব মেলা থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে প্রখ্যাত সন্ন্যাসী সোহম বাবাজির আশ্রম, বিল্লমঙ্গল ধাম বা সোহম বাবাজি মিশন। চেনা মেলার পাশেই এক অচেনা শিল্পপুরী। কীভাবে যাবেন জানুন...
advertisement
1/5
জয়দেব মেলা ২০২৬, চেনা মেলার পাশেই এক অচেনা শিল্পপুরী! না গিয়ে থাকলে বড় মিস, কীভাবে যাবেন?
হাতে আর মাত্র কয়েকটি দিন। তারপরই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী জয়দেব মেলা। প্রতি বছর এই মেলাকে ঘিরে লক্ষাধিক ভক্ত, সাধু, সন্ন্যাসী ও পর্যটকের সমাগম হয় বীরভূমে। বৈষ্ণব সংস্কৃতি, বাউল গান ও আধ্যাত্মিকতার আবহে জয়দেব কেন্দুলি হয়ে ওঠে এক অনন্য তীর্থভূমি।(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
মেলায় এলে ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে প্রখ্যাত সন্ন্যাসী সোহম বাবাজির আশ্রম, বিল্লমঙ্গল ধাম বা সোহম বাবাজি মিশন। এই আশ্রম প্রকৃতি, শিল্পকলা ও আধ্যাত্মিকতার এক বিরল মিলনস্থল হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে।
advertisement
3/5
আশ্রমে প্রবেশ করলেই চোখে পড়বে সবুজে ঘেরা বিস্তৃত চত্বর। গাছের ছাল দিয়ে তৈরি বিশাল মুখাবয়ব, বাঁশ, তালপাতা, খড়ের দড়ি, রঙিন মাটির টব, মালসা ও খলপা দিয়ে নির্মিত একাধিক প্রবেশদ্বার দর্শনার্থীদের মুগ্ধ করে। গাছের ডালপালা দিয়ে তৈরি নৌকা, জানলার ধারে বসে থাকা নারীমূর্তি, তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকা মানবাকৃতি শিল্পকর্ম আশ্রমের শৈল্পিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
advertisement
4/5
প্রতিবছর জয়দেব মেলার সময় আশ্রম চত্বর রঙিন আলোয় সেজে ওঠে। এবছর থাকছে বিশেষ আকর্ষণ। আগামী ১৪ জানুয়ারি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে মা বগলামুখীর মহাযজ্ঞ। এই উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে অন্নপ্রসাদ গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।
advertisement
5/5
জয়দেব তোরণ থেকে প্রায় ২০০ মিটার দূরে টিকড়বেতা যাওয়ার রাস্তা ধরে দেড় কিলোমিটার এগোলেই দেখা মিলবে বিল্লমঙ্গল ধাম বা সোহম বাবাজি মিশন আশ্রমের। জয়দেব মেলায় আসা দর্শনার্থীদের কাছে তাই আহ্বান মেলার পাশাপাশি ঘুরে আসুন প্রকৃতি ও আধ্যাত্মিকতার এই অনন্য মিলনস্থলে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Joydev Mela 2026: জয়দেব মেলায় গিয়েছেন অথচ এই আশ্রমে যাননি! চেনা মেলার পাশেই এক অচেনা শিল্পপুরী, কীভাবে যাবেন জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল