অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করার পর এখনো সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যক্তিদের জেরা করছেন। এর পাশাপাশি অনুব্রত মণ্ডলকে আগামী ২৯ অক্টোবর আদালতে তোলা হবে। এমন অবস্থায় তার এই অনুরাগীদের পায়ে হেঁটে পাথরচাপুরি পর্যন্ত যাওয়া বেশ উল্লেখযোগ্য। বৃহস্পতিবার দুপুর তিনটের সময় তারা মহম্মদ বাজার থেকে রওনা দেন এবং প্রায় ৪৩ কিলোমিটার রাস্তা হেঁটে রাত্রি সাড়ে নয়টা নাগাদ পৌঁছান পাথরচাপুরিতে। সেখানে তারা তাদের মানত অনুযায়ী হযরত দাতা মেহবুব শাহের মাজারে প্রার্থনা করেন।
advertisement
আরও পড়ুন: 'কেষ্ট দা' জেলে, কালী মায়ের অলঙ্কার নিয়ে মহা সমস্যা পুজোয়
তাদের এইভাবে পাথরচাপুরিতে পায়ে হেঁটে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছেন, অনুব্রত মণ্ডল তাদের প্রিয় দাদা। তিনি এখন জেলে বন্দি থাকায় বীরভূম শূন্য হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় যে সকল বিজয়া সম্মেলন হচ্ছে, সেই সকল বিজয়া সম্মেলনে তাকে না পেয়ে শূন্য লাগছে মঞ্চ। তারা তার বক্তব্য শোনার জন্য মুখিয়ে রয়েছেন। যে কারণে তারা দাতা সাহেবের কাছে মানত করেছেন যাতে দাদা খুব তাড়াতাড়ি সুস্থ-সবল ভাবে মুক্ত হয়ে জেল থেকে ফিরে আসেন।
আরও পড়ুন: 'নির্মমতার শেষ সীমা', মধ্যরাতের অভিযান নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ!
এর আগেও অনুব্রত মণ্ডল যখন একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় দলের কর্মী সমর্থকদের তার আরোগ্য কামনায় বিভিন্ন জায়গায় পূজো অর্চনা না থেকে শুরু করে প্রার্থনা করতে দেখা গিয়েছিল। তবে জেল থেকে মুক্ত হওয়ার জন্য এ যাবত প্রার্থনা কোথাও দেখা যায়নি। এই নজির তৈরি করলেন মহম্মদ বাজারের এই কয়েকজন অনুব্রত অনুরাগী।
Madhab Das