Birbhum News: 'কেষ্ট দা' জেলে, কালী মায়ের অলঙ্কার নিয়ে মহা সমস্যা পুজোয়

Last Updated:

Birbhum News: অনুব্রত মণ্ডল জেলে থাকা অবস্থায় কী করে পুজো হবে সে নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল।

কালী পুজো নিয়ে চিন্তা বাড়ছে
কালী পুজো নিয়ে চিন্তা বাড়ছে
বীরভূম : গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে। দুর্গাপূজো তার কেটেছে জেলের মধ্যেই আর কালীপুজো নিয়েও কোন সংশয় নেই, যে তাকে জেলেই কাটাতে হবে। কারণ ২৪ অক্টোবর রয়েছে কালীপুজো আর অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হবে ২৯ অক্টোবর। অনুব্রত মণ্ডল জেলে থাকা অবস্থায় কী করে পুজো হবে সে নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল।
যদিও তৃণমূলের বীরভূম জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য বছরের মত এই বছরও পূজো হবে বোলপুরের দলীয় কার্যালয়ে। সেক্ষেত্রে জেলা কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা এক হাজার টাকা করে অনুদান দেবেন এই পুজোর জন্য। যে দেড় লক্ষ টাকা তাই হবে তা দিয়েই ধুমধাম করে পুজো হবে।
advertisement
advertisement
পুজোর আয়োজন নিয়ে তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে? কেষ্ট দা তো জেলে তাহলে কালী মায়ের অলংকার কে পরাবেন? কারণ এর আগে প্রতিবছর অনুব্রত মণ্ডলকে নিজে হাতে কালী মায়ের গায়ে অলংকার পরাতে দেখা গিয়েছে। কেবলমাত্র যে যে বছর তার মা ও স্ত্রী মারা গিয়েছিলেন সেই দু'বছর নিজের হাতে অলংকার পরান নি তবে তত্ত্বাবধানে ছিলেন।
advertisement
এই বিষয়ে জানা যাচ্ছে, অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে এই বছর বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ের কালী প্রতিমার গায়ে অলংকার পরাবেন পুরোহিত রেবতীরঞ্জন বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহকারীরা। দলীয়ভাবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৮৮ সালে শুরু হওয়া অনুব্রত মণ্ডলের বোলপুরের দলীয় কার্যালয়ের কালীপুজোয় ১১ সালের পর থেকে ধুমধাম বাড়তে শুরু করে। ধুমধাম বাড়তে শুরু করার পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে সোনার অলংকার। ২০১৮ সালে কালী প্রতিমার সোনার গয়নার পরিমাণ ছিল ১৮০ ভরি। ২০১৯ সালে এই সোনার গহনার পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৬০ ভরি। ২০২০ সালে এই কালীপুজোয় দেখা যায় সোনার গয়নার পরিমাণ ছিল প্রায় ৩৬০ ভরি। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২১ সালের কালী পুজোয় এই গয়নার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৭০ ভরি। প্রতিবছরের মতো এই বছরে কী এই অলংকারের পরিমাণ বাড়বে? তার দিকেও তাকিয়ে রয়েছেন অনেকেই।
advertisement
----Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: 'কেষ্ট দা' জেলে, কালী মায়ের অলঙ্কার নিয়ে মহা সমস্যা পুজোয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement