Anubrata Mondal: 'জেল থেকে বেরিয়ে আসুক অনুব্রত মণ্ডল', বীরভূমে আজব কাণ্ড ঘটালেন মহিলারা!

Last Updated:

Anubrata Mondal: ৭ ঘন্টা পায়ে হেঁটে এসে বীরভূমের পাথর চাপুড়ীতে দাতা বাবার মাজারে চাঁদর চাপালেন মহম্মদবাজারের একদল মহিলা তৃণমূল কর্মী।

হেঁটে চলেছেন মহিলারা
হেঁটে চলেছেন মহিলারা
#বোলপুর: জেল থেকে বেরিয়ে আসুক অনুব্রত মণ্ডল , কেটে যাক সব বিপদ - এই কামনা করে  ২৫ কিলোমিটার  বীরভূমের মহম্মদবাজার থেকে পায়ে হেঁটে সিউড়ির পাথর চাপুরীতে দাতাবাবার মাজারে চাদর চাপালেন বীরভূমের কয়েকজন মহিলা তৃণমুল কর্মী । দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাই তাঁর মঙ্গল কামনায় যাতে তিনি তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসেন সেই কামনা করে বীরভূমের মহম্মদবাজার থেকে সিউড়ির পাথর চাপুরী ২৫ কিলোমিটার পায়ে হেঁটে দাতাবাবার মাজারে চাদর চাপালেন বীরভূমের কয়েকজন মহিলা তৃণমূল কর্মী।
তারা ৮ জন গতকাল বিকাল ৩ টের সময় বীরভূমের মহম্মদবাজার থেকে মাথায় চাদর নিয়ে দাতাবাবার মাজারের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় ৭ ঘন্টা পায়ে হেঁটে তারা রাত ১০ টা নাগাদ সিউড়ির পাথর চাপুরী মাজারে পৌঁছয়।
advertisement
রাতে মাজারের গেট বন্ধ থাকায়,  সারারাত গেটের বাইরেই বসে থাকেন তারা। সকালে গেট খুললে তারা জেলে থাকা অনুব্রত মণ্ডলের শুভ কামনা ও জেল থেকে যাতে তাড়াতাড়ি বেরিয়ে এসে আবার রাজনৈতিক সংগঠনে যোগ দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল , সেই কামনা করে দাতাবাবার মাজারে চাদর চাপান  ও বীরভুমবাসীর জন্য দোয়া ( প্রার্থনা ) করেন তারা।
advertisement
মহম্মদবাজারের তৃণমূল কর্মী সাইদা খাতুন বলেন, "সবাই জানে দীর্ঘদিন ধরে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল রয়েছেন পুলিশি হেফাজতে । সেই কারণে পার্টির বিভিন্ন প্রোগ্রামে দাদার জায়গা ফাঁকা। কেষ্টহীন মঞ্চেই হচ্ছে পার্টির প্রোগ্রাম। দাদাকে ছাড়া একদম ফাঁকা লাগছে সমস্ত অনুষ্ঠান। দাদা সব সময় সবার পাশে থেকেছেন , যে কোনও সমস্যায় সবার পাশে থেকেছেন । তাই দাদার জন্য দোয়া করতে আমরা মহম্মদবাজারের মহিলা তৃণমূল কর্মীরা মহম্মদবাজার থেকে সিউড়ির পাথর চাপুরী ২৫ কিলোমিটার পায়ে হেঁটে দাতাবাবার মাজারে চাদর চপালাম এবং দাদার সঙ্গেসঙ্গে গোটা বীরভূমবাসীর জন্য দোয়া করলাম।"
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'জেল থেকে বেরিয়ে আসুক অনুব্রত মণ্ডল', বীরভূমে আজব কাণ্ড ঘটালেন মহিলারা!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement