আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে গত মঙ্গলবার দুবরাজপুরের পুলিশি হেফাজতে নেওয়া হয় আদালতের নির্দেশে। প্রথম দিন তার ব্লাড প্রেসার বেশি ছিল এবং শরীরে জ্বর ছিল। তবে বর্তমানে তিনি স্বাভাবিক অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে চিকিৎসকদের সূত্রে। প্রতিদিনের মতো শনিবারও তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের নতুন বছর নিয়ে বিশেষ বার্তা দিলেন।
advertisement
আরও পড়ুন - সে কী কাণ্ড, সে কী কাণ্ড, বড়দিনে হুলস্থূল! হাইড্রেনে হাঁসফাঁস মহিষ, তারপর ভিডিওতে রইল প্রমাণ
শনিবার দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল নতুন বছর নিয়ে বলেন, "নতুন বছরে ভাল যাক। প্রত্যেক মানুষের ভাল যাক। বীরভূম জেলার ভাল যাক। গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের ভাল যাক।" তিনি নিজে জানেন না নতুন বছর তার কোথায় কাটবে, তবে জেলা ও রাজ্যের বাসিন্দাদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল এখন দুবরাজপুর পুলিশের হেফাজতে রয়েছেন মূলত তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন তারই দলের কর্মী শিব ঠাকুর মন্ডল। শিব ঠাকুর মন্ডল দাবি করেছেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে নাকি তাকে অনুব্রত মণ্ডল টুঁটি চেপে ধরে খুন করার চেষ্টা করেছিলেন।
Madhab Das