TRENDING:

Anubrata Mondal| Cow Smuggling Case: অনুব্রতর রাইস মিলে সিবিআই! কয়েক কোটি টাকার খেলা! সামনে এল বড় তথ্য!

Last Updated:

Anubrata Mondal| Cow Smuggling Case:  রাইস মিলে হানা দিতেই সিবিআই-এর হাতে এল নতুন তথ্য! কী করে এই রাইস মিলের মালিক হলেন অনুব্রত? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর এবার অনুব্রত মণ্ডলের রাইস মিলে হানা দেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ রাইস মিলের গেটের সামনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। যদিও তাদের ভিতরে প্রবেশ করতে অন্ততপক্ষে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়। কি কারণে এতক্ষণ সিবিআই আধিকারিকদের মূল দরজার সামনে দাঁড়াতে হল তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
অনুব্রত মন্ডল
অনুব্রত মন্ডল
advertisement

এখন এই রাইস মিল প্রসঙ্গে যদি আসা যায় তাহলে বলতে হয়, স্থানীয় বাসিন্দারা এই রাইস মিলটি অনুব্রত মণ্ডলের বলেই দাবি করেছেন। রাইস মিলটি অবস্থিত বোলপুর পৌরসভার মধ্যে ত্রিশূলাপট্টিতে। রাইস মিলটি অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরেই। এই রাইস মিলের অন্যতম অংশীদার হলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বলেই জানা যাচ্ছে।

advertisement

পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, এই রাইস মিলটি প্রথম থেকে অনুব্রত মণ্ডল অথবা তার পরিবারের কোনও সদস্যের নামে ছিল না। এই রাইস মিলটি তৈরি করেছিলেন হারাধন মণ্ডল নামে এক ব্যক্তি। যৌথভাবে আটজনের অংশীদারীত্বে এই রাইস মিল তৈরি করা হয়। পরে তাদের মধ্যে ঝামেলা বাঁধলে সেই সুযোগকে কাজে লাগিয়ে অনুব্রত মণ্ডল এই রাইস মিল কিনে নেন।

advertisement

আরও পড়ুন:  তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুম্বইয়ের চারতলা ফ্ল্যাট বাড়ি ! ভয়াবহ ভিডিও হু হু করে ভাইরাল!

View More

সূত্র মারফত জানা যাচ্ছে, ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার আসার পর এই রাইস মিল কেনার প্রক্রিয়া শুরু হয় এবং ২০১৩ সালে তা কেনা হয় হারাধন মণ্ডল এবং তার অংশীদারদের থেকে। যে সময় হারাধন মণ্ডল এবং তার অংশীদাররা এই রাইস মিল চালাতেন তখন এর নাম ছিল শ্রীগুরু রাইস মিল। কেনার সময় এই রাইস মিলটি ছিল ৪৫ বিঘা জমির উপর। সেই সময় রাইস মিলের দাম ১৫ কোটি টাকার বেশি হলেও মাত্র পাঁচ কোটি টাকায় অনুব্রত মণ্ডল তা কিনেছিলেন। পরবর্তীকালে পাশের একটি ছোট রাইস মিলকে এর সঙ্গে যুক্ত করে ভোলে বোম রাইস মিল নামে আত্মপ্রকাশ করে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় ২০১৩ সালের মধ্যেই। এর পাশাপাশি এদিন এই রাইস মিলের ভিতর পাঁচটি নামিদামি গাড়ির দেখা মিলেছে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। যে গাড়িগুলি আগে অনুব্রত মণ্ডলকে ব্যবহার করতে দেখা গিয়েছে। এছাড়াও এই রাইস মিলে অনুব্রত মণ্ডলের মা এবং তার স্ত্রী প্রয়াত হওয়ার পর শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন অনুষ্ঠানে এই রাইস মিলে করা হত বলে দাবি করেছেন স্থানীয়রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Anubrata Mondal| Cow Smuggling Case: অনুব্রতর রাইস মিলে সিবিআই! কয়েক কোটি টাকার খেলা! সামনে এল বড় তথ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল