বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল চার মাসের বেশি সময় ধরে জেল হেফাজতে ছিলেন। এরপর গত সপ্তাহের মঙ্গলবার তাকে আনা হয় দুবরাজপুরে এবং আদালতে পেশ করার পর পুলিশি হেফাজত পান তিনি। তখন থেকেই তিনি রয়েছেন দুবরাজপুর থানায়। দিন কয়েক থানায় থাকার পর তাকে শনিবার থেকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। শনিবার তিনি রাজ্য এবং জেলার বাসিন্দাদের নতুন বছরের শুভেচ্ছা জানান। নতুন বছর যাতে প্রতিটি মানুষের ভাল কাটে সেই বার্তা দেন।
advertisement
আরও পড়ুনঃ অরিজিৎ অনুরাগীদের জন্য দুঃসংবাদ! ইকো-পার্কের কনসার্ট নিয়ে বড় আশঙ্কা
শনিবারের পর রবিবারও তিনি ছিলেন বেশ ফুরফুরে মেজাজেই। রবিবার তিনি সাংবাদিকদের এই উৎসবের দিনেও ছবি তুলতে এসেছেন তা নিয়ে প্রশ্ন করেন। পাশাপাশি নিজের শারীরিক অবস্থা এবং নতুন বছর নিয়ে সাংবাদিকদের জানান, 'প্রেশার ঠিক আছে। সব ঠিক আছে। নতুন বছরে আনন্দ কর, আনন্দ কর।"
তবে হঠাৎ সোমবার সেই ফুরফুরে মেজাজ কোথায় যেন হাওয়া হয়ে যায়। মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে ফের দুবরাজপুর আদালতে তোলা হয়। আদালতে পেশ করার আগে এ ভাবে তার ফুরফুরে মেজাজ হারিয়ে যাওয়া নানা প্রশ্ন তুলছে। এ দিন দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে দুবরাজপুর থানা যাওয়ার সময় অনুব্রত মণ্ডলকে সাংবাদিকদের তরফ থেকে একাধিকবার প্রশ্ন করা হয় তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? কিন্তু অনুব্রত মণ্ডল কোনও শব্দই করেননি। হাসপাতাল থেকে বেরিয়ে সোজা গাড়িতে চড়ে যান এবং থানার দিকে রওনা দেন।
অন্যদিকে, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের তরফ থেকে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা একেবারেই স্বাভাবিক রয়েছে। ব্লাড প্রেসার, জ্বর অথবা অন্য কোনও সমস্যা তার নেই। সবকিছুই এখন স্বাভাবিক।
Madhab Das






