Arijit Singh Kolkata Concert|| অরিজিৎ অনুরাগীদের জন্য দুঃসংবাদ! ইকো-পার্কের কনসার্ট নিয়ে বড় আশঙ্কা

Last Updated:

Arijit Singh Eco Park concert Cancelled: ইকোপার্কে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫,০০,০০০ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। ফলে ইকো পার্কে বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের গানের শো।

ফাইল ছবি।
ফাইল ছবি।
#নিউটাউন: অরিজিৎ সিং, বলিউড এই গায়কের গুণমুগ্ধ ভক্তের সংখ্যা অগণিত। দেশে এমনকি বিদেশেও তার কন্ঠের গান শুনতে হাজার হাজার টাকা খরচ করেন অরিজিৎ-প্রেমীরা। তবে বাঙালি খ্যাতনামা এই সংগীত শিল্পীর ভক্তেদের একটা বড় অংশ রয়েছে কলকাতাতেই। শিল্পীও বাঙালি হওয়ায় বাড়তি আবেগে ভাসেন ভক্তরা। নতুন বছরে সেই অরিজিৎ সিং-এর গানের অনুষ্ঠান হওয়ার কথা কলকাতায়। চড়া দামের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে অনেকটাই। টিকিটের চড়া দাম নিয়েও তৈরি হয়েছিল নানা বিতর্ক।
২৫০০-৫০,০০০-এর উর্ধ্বে টিকিট বিক্রির ঘোষণা করা হয়েছিল। অনেকেই কিনেছিলেন টিকিট। নতুন বছরে আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার ইকো পার্কের এই গানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, অনুষ্ঠান নিয়ে ঘনিয়েছে আশঙ্কার মেঘ। হিডকোর তরফে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫,০০,০০০ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। ফলে ইকো পার্কে বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের গানের শো। আর তাতেই এখন মাথায় হাত আয়োজক সংস্থার।
advertisement
আরও পড়ুনঃ উনত্রিশেই ১০০০ পূরণ করবে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন, দিনভর কীভাবে হবে উদযাপন? জানুন
এ দিকে, ইতিমধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ভক্তদের মধ্যে অনুষ্ঠান নিয়ে প্রবল উত্তেজনা রয়েছে। এ বারে কী ভাবে সামাল দেওয়া হবে গোটা পরিস্থিতি, তা নিয়ে রীতিমতো চিন্তিত সংস্থা। সে ক্ষেত্রে বিকল্প কোনও জায়গা পাওয়া যায় কিনা সে বিষয়েও বারংবার আলোচনায় বসছেন সংস্থা।
advertisement
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, মিলনমেলা প্রাঙ্গন, অ্যাকোয়াটিকা অথবা নিকো পার্কে এই অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। অতীতে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান ইকো পার্কে অনুষ্ঠিত হলেও, কেন এ বছর সেই অনুষ্ঠান করতে রাজি নয় হিডকো কর্তৃপক্ষ তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে, হিডকোর তরফে জানা গিয়েছে, বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ইকো পার্কের ক্ষতি হয়েছে আগেও। পাশাপাশি অরিজিৎ ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাই বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকোপার্ক কর্তৃপক্ষকে। এখন কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে অরিজিৎ সিংয়ের অগণিত ফ্যান।
advertisement
তবে বিখ্যাত সংগীত শিল্পীর গানের অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গার অভাব রয়েছে বলেই মনে করছেন প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। সেই জায়গায় দাঁড়িয়ে এখন অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান থেকে বঞ্চিত হতে পারে কলকাতার ভক্তরা, এমনই আশঙ্কা। ফলে, পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় এখন তার দিকেই রয়েছে নজর।
রুদ্র নারায়ন রায়
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Kolkata Concert|| অরিজিৎ অনুরাগীদের জন্য দুঃসংবাদ! ইকো-পার্কের কনসার্ট নিয়ে বড় আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement