রহমত শেখের স্ত্রী তাঁজিনা বিবি জানিয়েছেন, \"১৯ বছর ধরে লটারি টিকিট কাটতেন রহমত। লটারির টিকিট কাটা নিয়ে বাড়িতে বহুবার অশান্তি হয়েছে। বারংবার ওই টাকা জমা করার জন্য বলতাম। কিন্তু কোনমতেই শুনত না। জেদ ধরে বসে থাকতো যতদিন না মোটা অংকের টাকা পাবেন ততদিন টিকিট কাটা ছাড়বেন না।\" তবে এবার কোটি টাকার পুরস্কার পাওয়ার পর তাঁজিনা বিবি বেজায় খুশি।
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর পিকনিকের নাম করে ডেকে বন্ধুকে ধারালো অস্ত্রের কোপ!
জানা যাচ্ছে, রহমত শেখ বুধবার স্থানীয় একটি টিকিটের দোকান থেকে ছয় টাকা দামের পাঁচ সেম অর্থাৎ ৩০ টাকা দামের টিকিট কেনেন। এরপর সেই টিকিটের খেলা হওয়ার পর ফলাফল বের হতেই ওই টিকিটের দোকান থেকে ফোন আসে। তার টিকিটের নম্বর জানতে চাওয়া হয়। টিকিটের নম্বর জানানোর পর জানানো হয়, কোটি টাকার পুরস্কার লেগেছে।
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দক্ষ দর্জির
রহমত শেখ জানান, \"আমার তিন মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছি খুব কষ্ট করে। এই টাকা পাওয়ার পর বাকি দুই মেয়ের ভালো করে বিয়ে দেব। এছাড়াও আমার কোনও বাড়িঘর নেই। এই টাকা দিয়ে নিজের মতো করে বাড়িঘর তৈরি করব।\" তবে তিনি তার নেশা অর্থাৎ লটারির টিকিট কাটা ছাড়বেন কিনা তা জানাননি!
Madhab Das