বৃহস্পতিবার রাতে সিউড়ি থানা এলাকার চাঙ্গুরিয়া গ্রামে একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েক জন ব্যাক্তি। সেখানেই তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজেপি কর্মীরা অভিযোগ তোলেন যে শাসক দলের কর্মীরা তাঁদের বাড়ি ভাঙচুর করেছে।
আরও পড়ুন: নদিয়া থেকে কৃষ্ণধাম বৃন্দাবনে পাড়ি! চল্লিশোর্ধ্ব তিন বন্ধুর সঙ্গী শুধুই সাইকেল
বিজেপির কর্মীরা তাঁদেরকে মারধর করেছে বলে পাল্টা অভিযোগ করে তৃণমূল। খবর পাওয়া মাত্র ডিএসপি (ডি এণ্ড টি) এর নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
শুক্রবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। তৃণমূল কর্মী কদম মাহারা জানান, ” আমরা বসে ছিলাম। সেই সময় আমাদের কয়েকজনকে ডেকে অশান্তি করে বিজেপির লোকজন। এই এলাকায় তৃণমূল জয়লাভ করেছে তাই বিজেপি অশান্তি করছে।”
অন্যদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানান, ” পুলিশের একটি অংশ এবং তৃণমূলের লোকজন একত্রিতভাবে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে।” ঘটনাটি ঘটেছে সিউড়ি থানা এলাকার চাঙ্গুরিয়া গ্রামে। ঘটনায় আহত বেশ কয়েকজন। তবে আহতদের মধ্যে একজন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পরে ঘটনা সামিল দিতে বিলাশ পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়।
তারাপীঠের খামেডডা গ্রামে তৃণমূলের পরাজিত প্রার্থীর স্বামীর গোডাউনে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে তারাপীঠ থানার খামেড্ডা গ্রামে। বুধিগ্রাম পঞ্চায়েতের খামেডডা গ্রামের ৮ নম্বর বুথেরতৃণমূলের পরাজিত প্রার্থী সেরিনা খাতুন। ওইদিন রাতে এর স্বামীর গোডাউনে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। সেরিনা খাতুন এর স্বামী আকতার আলী পেশায় রাজমিস্ত্রি। তার দাবি ওই গোডাউনে আনুমানিক ২ লক্ষ টাকার মতো পাটা ও অন্যান্য সরঞ্জাম নষ্ট হয়েছে।
আরও পড়ুন: দিঘা মোহনায় কী ভয়ঙ্কর কাণ্ড! ছোটাছুটি লেগে গেল মুহূর্তে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি
অন্যদিকে, ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে। বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের তারাপীঠ থানার অন্তর্গত পড়ুন গ্রামে একটি পুকুরের পাড় থেকে দু’টি ব্যাগে প্রায় ৩০ টি বোমা উদ্ধার করা হয়। কে বা কারা বোমাগুলি মজুত করে রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুভদীপ পাল