Digha News: দিঘা মোহনায় কী ভয়ঙ্কর কাণ্ড! ছোটাছুটি লেগে গেল মুহূর্তে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Digha News: বেশ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। রামনগর দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দিঘা: দিঘা মোহনায় ভয়াবহ আগুন! দিঘা মোহনায় ভয়াবহ আগুনে ভষ্মীভূত গোটা একটি দোকান। সন্ধ্যা আটটা নাগাদ আগুন লাগে। সন্ধ্যায় দোকানে ছিল লোকজনের ভিড়। হঠাৎ করে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন দোকান মালিক ও দোকান কর্মচারীরা। দোকানের ফ্রিজ থেকে দোকানের সরঞ্জাম সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
বেশ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। রামনগর দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই দোকানের পাশেই রয়েছে মোহনা ফিশ মার্কেট। একটু দেরি হলেই ফিশ মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা ছিল। দোকানের সমস্ত কিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দোকানের মালিক।
advertisement
advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন লাগার সময় দোকানে উপস্থিত ছিলেন প্রচুর লোকজন। হঠাৎ করে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে দোকান মালিক ও দোকানের কর্মচারীরা। প্রাণভয়ে দোকান ছেড়ে বেরিয়ে আসেন সকলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।
advertisement
আতঙ্কে ছোটাছুটি করতে থাকে সকলে। স্থানীয়রা বালতি-জল নিয়েই আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। পরে রামনগর থেকে দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 2:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: দিঘা মোহনায় কী ভয়ঙ্কর কাণ্ড! ছোটাছুটি লেগে গেল মুহূর্তে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি