TMC Panchayat Election 2023: বড় খবর! কারা ফিরবেন তৃণমূলে? অভিষেকের নির্দেশ মনে করিয়ে স্পষ্ট করলেন কুণাল

Last Updated:

TMC Panchayat Election 2023: দলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ালে কিছুতেই ফেরানো হবে না। ভোটের আগেই ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস।

দলের নীতি জানিয়ে দিলেন কুণাল
দলের নীতি জানিয়ে দিলেন কুণাল
কলকাতা: অন্য দল থেকে জিতে, তৃণমূল কংগ্রেসে আসলে স্বাগত। কিন্তু দলের টিকিট না পেয়ে, নির্দল হিসাবে দাঁড়িয়ে জিতে আসলে তাদের দলে ফেরানো হবে না। তবে ব্যতিক্রম হল, যারা টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়েছেন, কিন্তু ভোটের আগে আনুগত্য দেখিয়েছেন, তাদের দলে নেওয়ার ক্ষেত্রে জেলা সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, দল থেকে যাওয়া নির্দল প্রসঙ্গে, অভিষেক বন্দোপাধ্যায়ের ঘোষণাই নীতি।
যারা ভোটের দিন পর্যন্ত দলের বিরোধিতা করেছে, তাঁদের জন্য দরজা বন্ধ। যাঁরা সময়াভাবে নির্দিষ্ট দিনে নাম প্রত্যাহার করতে পারেননি, কিন্তু ভোটের আগেই দলের সঙ্গে চলে এসেছিলেন, কেস ভিত্তিতে সংশ্লিষ্ট সভাপতিরা রাজ্য নেতৃত্বের অনুমোদন নেবেন।
advertisement
advertisement
দলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ালে কিছুতেই ফেরানো হবে না। ভোটের আগেই ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। বস্তুত রাজ্যের প্রায় সব জেলাতেই শাসকদলের কমবেশি গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা ছিল। সেই জন্য আগেভাগে বার্তাও দিয়ে রেখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সেই বার্তার পরেই বহু তৃণমূল নেতাকর্মীই শেষমুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। আবার অনেকে হয়তো সময়ের অভাবে প্রার্থীপদ প্রত্যাহার করতে পারেননি। এবং তাঁদের মধ্যে অনেকে জিতেও গিয়েছে।
advertisement
দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট করে উল্লেখ করেছেন, যারা ভোটের দিন পর্যন্ত দলের বিরোধিতা করে গিয়েছেন, তাঁদের ফেরানোর প্রশ্নই ওঠে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন সে কথা। কিন্তু এমন অনেক নির্দল প্রার্থীই আছেন যারা হয়ত প্রার্থীপদ প্রত্যাহার করতে চেয়েও সময়ের অভাবে করতে পারেননি। আগে থেকে জেলা সভাপতিকে জানিয়ে ভোটের সময় তৃণমূলের হয়ে প্রচার করেছেন। কিন্তু ঘটনাচক্রে হয়ত নিজের জনপ্রিয়তার জোরে ভোটে জিতে গিয়েছেন, তাঁদের জেলা সভাপতিরা চাইলে ফিরিয়ে নিতেই পারেন। পুরো সিদ্ধান্তই নেবেন জেলা সভাপতি। তবে নির্বাচন পূর্ববর্তী সময়ে দেখা গিয়েছিল দলের নির্দেশ না মানায় একাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Panchayat Election 2023: বড় খবর! কারা ফিরবেন তৃণমূলে? অভিষেকের নির্দেশ মনে করিয়ে স্পষ্ট করলেন কুণাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement